আগামী চার বছরেই যাত্রা শুরু করবে ‘টাইটানিক-২’

১৯১২ সালে যাত্রা শুরু করেছিলটাইটানিককিন্তু সেই যাত্রা সফল হয়নি| অনেকের কাছে টাইটানিক অর্থেই চোখের সামনে ফুটে ওঠে পরিচালক জেমস ক্যামেরন পরিচালিত ছবিটাইটানিক’- কথা, জ্যাক রোজের প্রেম। তবে আটলান্টিক মহাসাগরের বুকে সলিল সমাধি হয়েছিল এই জাহাজের, ছিল বহু কর্মী যাত্রী| আর সেই চিত্রই আমরা দেখতে পেয়েছিলাম ছবির পর্দায়| হয়ত সমুদ্রের অতলে শেষ অবধি ধ্বংসাবশেষ পাওয়া গেলেও তার যাত্রা কিন্তু অপূর্ণ| তবে এবার আবারও চাক্ষুষ দেখা যাবেটাইটানিক’| কারণ ২০২২ সালে প্রায় ১১০ বছর পরে টাইটানিকের আদলে আটলান্টিকের বুকে দেখা যাবেটাইটানিক ২’| যা পাড়ি দেবে নিউ ইয়র্ক থেকে, যাত্রাপথ থাকবে এক| ২০২২য়ে এই জাহাজের যাত্রার কথা ইতিমধ্যেই আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করাও হয়ে গেছে বলেই সূত্রের খবর| বিশ্বের মানুষ যাতে টাইটানিক চর্মচক্ষে দেখতে পান সেজন্য অস্ট্রেলিয়ান ব্লু ষ্টার লাইন সংস্থার এই উদ্যোগ| এমনকি জানা যাচ্ছে যে পৃথিবীর যেকোন প্রান্তের মানুষই নাকি টিকিট কেটে এই জাহাজে যাত্রা করতে পারবেন| সুতরাং যে টাইটানিকের গল্প এতকাল গল্পে বা ছবির পর্দায় দেখা যেত তা এবার চাক্ষুষ করতে পারবেন সকলে|

এটা শেয়ার করতে পারো

...

Loading...