সুদূর বেলজিয়াম ছেড়ে টিনটিন ও কুট্টুস এখন বাংলায়। বঙ্গ সন্তানের হাত ধরে সে আবার এসেছে বঙ্গ ভ্ৰমণে। এবছর ৯০তম জন্মদিন উপলক্ষে ভ্ৰমণের মত এত সুন্দর একটা উপহার পেয়েছে বঙ্গ সন্তান মহফুজ আলির তুলিরটানে। টিনটিনের এই ভ্ৰমণ কে ইতিমধ্যে বেলজিয়াম স্বীকৃতি দিয়ে ফেলেছে। তবে টিনটিনের এই বঙ্গ ভ্ৰমণের পেছনে নদিয়ার মহফুজ আলি প্রধান সাথী। কারণ মহফুজ তার আঁকা চিত্রটিতে তেমনটাই তুলে ধরলেন সকলের সমক্ষে। নদিয়ার এই ছেলেটি পেশায় স্থপতি হলেও, নেশায় কিন্তু এক জন কার্টুনিস্ট। তাই গত বছর জন্মদিনে কলকাতায় টিনটিনের কেক কাটার চিত্র এঁকেছিলেন। তবে যেহেতু এবছর টিনটিনের ৯০তম জন্মদিন তাই বঙ্গ ভ্রমণ করতে সদলবলে টয় ট্রেন করে দার্জিলিঙের পথে রওনা হলেন তিনি। এই ভ্ৰমণ প্রসংগে মহফুজ এটাও জানিয়েছে, যেহেতু বাঙালির অত্যন্ত পছন্দের জায়গা দার্জিলিঙ তাই সে টিনটিনকে সেখানে নিয়ে গিয়েছে। তবে সে এটাও বলে যে শুধু দার্জিলিঙ নয় টিনটিনকে সে বাংলার আরো অন্যান্য জায়গাতেও নিয়ে যেতে চায়। এছাড়া তিনি আরো বলেন যে টিনটিন ও কুট্টুস কে ভবিষ্যতে কোনো চায়ের দোকান কিংবা গ্রামের কোন মোড়ে বসে আড্ডা দিতে দেখা যেতে পারে, তার অসাধারণ পরিকল্পনার জগত থাকে বেরিয়ে আসা আঁকা ছবিতে।