‘অলৌকিক না লৌকিক’ সিরিজের এই সপ্তাহের গল্প ‘বুনি’। গল্পের কেন্দ্রে রয়েছে কুসংস্কারে আচ্ছন্ন এক গ্রাম। সেখানে নাকি বুনি নামের এক ডাইনির কালো ছায়া পড়েছে। গ্রামবাসীকে বুনির হাত থেকে বাঁচাতে আসে পরাণ ওঝা। কে এই পরাণ ওঝা?
এই পরাণ ওঝার ভূমিকায় এবারের গল্পে ধরা দেবেন দেবেশ রায়চৌধুরী। এক অন্য লুকে পাওয়া যাবে তাঁকে। সিনেমা-সিরিয়ালে এ ভাবে তাঁকে আগে দেখেননি দর্শক। ডাইনি বুনির চরিত্রে দেখা যাবে সুদীপ্তা চক্রবর্তীকে।
এই ভণ্ড বাবা নিজের ভালোমানুষির আড়ালে করে চলেছে একের পর এক দুষ্টুকর্ম, যা ধরেও ধরতে পারছে না সাধারণ মানুষ। এদেরকে ধরবে বিক্রম ও তার দল।
এই ফাইনাইড সিরিজে একে একে ধরা পড়ছেন বহু তাবড় তাবড় অভিনেতা। এরা সকলেই অন্ধ কুসংস্কার আর অশুভর প্রতিনিধি। এদেরকে পাকড়াও করছে বিক্রম, রজত, হিয়া, ভোম্বল আর পার্থ। এবার পালা এক ভণ্ড বাবার।
জানতে হলে চোখ রাখতে হবে প্রতি শনি ও রবিবার রাত ৮ টায় ‘অলৌকিক না লৌকিক’ সিরিজে।