সৌরভের অক্ষত রেকর্ড

বিশ্বকাপ এর হাত বদল হয়ে থাকে ৫বছর অন্তর, কিন্তু সৌরভ এর এই রেকর্ড এখনো অক্ষত। যদিও রেকর্ড গড়া হয় ভাঙার জন্য, কিন্তু ভারতীয় প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এর অধিনায়ক হিসাবে বিশ্বকাপ-এ ৩টি শতরান এখনো কোন অধিনায়ক ভাঙতে পারেনি। ২০০৩-এর  বিশ্বকাপে  মহারাজ এর হাত ধরে ভারত ফাইনালে পৌঁছায়। কিন্তু ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাস্ত হতে হয় ভারতকে । ২০০৩ এ ৩টি সেঞ্চুরি হাঁকান মহারাজ। নামিবিয়ার বিরুদ্ধে  ১১২,কিনিয়ার বিরুদ্ধে ১১১ এবং ১০৭ রান করেন সৌরভ। ২০০৩ বিশ্বকাপ এ সৌরভ ১১টি ম্যাচ মিলিয়ে মোট ৪৬৫ রান করেন। ইংল্যান্ড, নিউজিলান্ড,পাকিস্তান-এর মতো দল কে হারিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অধিনাকত্বে ভারত সেমিফাইনালে কিনিয়া কে হারিয়ে ফাইনালে প্রবেশ করে। অস্ট্রেলিয়ার সেই সময়ের অধিনায়ক রিকি পন্টিংও পুরো বিশ্বকাপে ২টো শতরান করেন। অনেক রেকর্ড ভাঙা হলেও আজও সৌরভ এর উক্ত রেকর্ডটি অক্ষত রয়েছে। দেখার বিষয় এই বছর বিশ্বকাপে সেটা অক্ষত থাকে নাকি সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরী হয়, সেটা তো সময়ই বলে দেবে। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...