অবশেষে থামলো 'টিকটক'

ঘড়ির কাঁটার শব্দের মত যেই অ্যাপটি অল্প সময়ে ছড়িয়ে পড়েছিল হাতে হাতে, এবারে ভারতে, জনস্বার্থে গুগল থেকে রদ করা হল সেই চিনে অ্যাপটি। মাদ্রাজ হাইকোর্টের তরফে গত ৩রা এপ্রিল এই অ্যাপটির বিভিন্ন দিক বিচার করে প্রাথমিক ভাবে রদ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। একটি জনস্বার্থ মামলার ভিত্তিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে| পুনরায় নিষেধাজ্ঞা খারিজের জন্য গত মঙ্গলবার আবেদন জানিয়েছিল চীনের বাইটডান্স টেকনোলজি’ কিন্তু অ্যাপটি ব্যবহারের ভালো-মন্দ দুইটি দিক বিচার করে অবশেষে সে আবেদন খারিজ করে দেয় মাদ্রাজ হাইকোর্ট। 

প্রাথমিক ভাবে অ্যাপটির উদ্দেশ্য ছিল সাধারণের জন্য সর্বজন অধিগম্য একটি প্লাটফর্ম তৈরী করা। ছোট ছোট ভিডিও ক্লিপ তৈরী করে তার সাথে বিভিন্ন এফেক্টস দিয়ে তৈরী  লিপ সিঙ্ক করা ভিডিও ফুটেজগুলো অতি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে ভারতীয় টিকটক ব্যবহারকারীদের ভিতর। প্রতিযোগিতা আর নানা প্রতিবন্ধকতার সময়ে যেখানে নিজ নৈপুণ্য সেরা মঞ্চ অব্দি নিয়ে যাওয়া বেশ শ্রমসাধ্য একটি কাজ, সেখানে টিকটক তার ব্যবহারকারীদের হাতের মুঠোয় পৌঁছে দিচ্ছিল তাৎক্ষণিক অডিয়েন্স। তবে এমন সহজ পাওয়া জনপ্রিয়তা ধরে রাখতে গিয়ে টিকটক ব্যবহাকারীদের বেশীর ভাগ সময় আশ্রয় নিতে হয়েছে আরোপিত বিষয়বস্তুর ওপর। অন্যান্য সামাজিক মাধ্যমগুলোতেও এই বিষয়টি আলোচিত হয়েছে। অনেকেই বলেছেন আরোপিত জনপ্রিয়তার কাছে কখনো ব্যবহারকারী যেমন নিজ সত্তা ভুলে যাচ্ছিলেন, তেমন প্রকৃত চেষ্টা নিয়ে অর্জন করার ইচ্ছের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছিল। এছাড়া আশানুরূপ বয়সসুলভ কন্টেন্টের অভাব লক্ষ্য করা যায় অগণিত টিকটক ইউজার্সদের ভিতর।

মাদ্রাজ হাইকোর্টে টিকটক বন্ধের জন্য যে মামলাটি করা হয়েছিল তার একটি উল্লেখযোগ্য অভিযোগ ছিল, এই চীনা অ্যাপটির মাধ্যমে কোনো বার ছাড়াই শিশুদের নিয়ে প্রাপ্তবয়স্ক ভিডিও ছড়িয়ে পড়ছে হাতে হাতে। যেহেতু গুগল প্লে থেকে ডাউনলোড করলেই সেসব দেখবার আর কোন বিধি নিষেধ থাকছে না। তাই জনস্বার্থের কথা বিচার করে অ্যাপটি ভারতীয় ব্যবহারকারীদের জন্য বন্ধ করার আবেদন জানানো হয়েছিল। কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক থেকে জানা যায়, সরকারের পক্ষ থেকে রায়ের পরপরই গুগল ও অ্যাপলকে চিঠিতে নির্দেশ জানানো হয় ভারতে অ্যাপটি বন্ধ করে দেবার জন্য। আদেশ অনুসারে গুগল তার প্লে স্টোর থেকে মঙ্গলবারই তুলে নেয় অ্যাপটি। সম্প্রতি নেপালের কাঠমান্ডুতেও সে দেশটির টিকটক ব্যবহারকারীদের কথা মাথায় রেখে রদ করে দেওয়া হয় অ্যাপটি।    

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...