স্বমহিমায় ফিরছে ‘টিকটক’

 

সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল নেটওয়ার্কিং-এর দরুণ যেমন পৃথিবীটা ক্রমশ ছোট হতে শুরু করেছে, তেমনই তা হয়ে উঠেছে পৃথিবীর যে কোনও প্রান্তের সুপ্ত প্রতিভা প্রকাশ করার এক সতন্ত্র হাতিয়ার। ভালো অথবা মন্দ যেমনই হোক না কেন, কেউ চাইলে তা প্রকাশ্যে আনতেই পারেন, এই প্ল্যাটফর্মে দর্শকই বিচারক। সোশ্যাল মিডিয়ায় এখন বিভিন্ন অ্যাপই হয়ে উঠেছে মুক্তমঞ্চ। সেরকমই এক অ্যাপ ‘ছিল’ টিকটক। যারা সিনে-প্রেমী তাদের সিনেমার কোনও গান অথবা সংলাপ দেখে একবার না একবার নিজের ঠোঁটে বসাতে ইচ্ছে করেনি,  এমনটা বিরল। মূলত তাদের জন্যই তৈরী করা হয়েছিল ‘টিকটক’।

টিকটক এমনই এক মোবাইল অ্যাপ যেখানে নানাধরনের গান, সংলাপ এবং চুটকির সমাহার। আর যে কেউ চাইলে তার সঙ্গে লিপ মিলিয়ে নানা রকমের অভিনয় করে তা সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারত। নিমেষে জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায় এই অ্যাপলিকেশন। এমনকী সিনে জগতের স্টাররাও জমিয়ে টিকটক করেছেন। তাঁদের এক একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে রীতিমত ভাইরাল। জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে এই অ্যাপের প্রচুর অসঙ্গতিও প্রকাশ্যে আসে, যার জল কোর্ট অবধি গড়ায়। কী সেই অসঙ্গতি?

মূলত পর্নোগ্রাফিক কনটেন্টের জন্যই এই অ্যাপ বন্ধের আদেশ আসে। ১৮ এপ্রিল মাদ্রাজ হাইকোর্টের নির্দেশে অ্যাপল ও গুগল স্টোর থেকে এই অ্যাপ ডাউনলোড বন্ধ হয়ে যায়। কিন্তু যাদের ফোনে এই অ্যাপ ছিল তারা ব্যবহার করতে পারছিলেন। চীনের কোম্পানি বাইটডান্স সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করেন। তাঁরা এও জানান যে, এই নিষেধাজ্ঞার ফলে প্রায় আড়াইশোর বেশি কর্মচারীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাওয়ার আশঙ্কাও আছেপ্রত্যেক দিন তারা প্রায় সাড়ে তিন কোটি টাকা লোকসান করছেন। গত ২৪ এপ্রিল মাদ্রাজ হাইকোর্ট এই ব্যান তুলে নিয়েছেন। আর এতেই খুশির হাওয়া প্রায় সাড়ে পাঁচ কোটি গ্রাহকের মনে। তবে এখনও অ্যাপ স্টোরগুলোতে টিকটক পাওয়া যাচ্ছে না। টিকটক সূত্রের খবর,  চলতি সপ্তাহের মধ্যেই আবার এই অ্যাপ ফিরে আসবে।

তবে অনেকেই আছেন যারা ব্যানের বিরুদ্ধে কথা বলেছেন। এক জনপ্রিয় ইউটিউবারের মতে, ‘ ব্যান করে দেওয়াটা মোটেই কাম্য নয়। এইভাবে চলতে থাকলে তো কোনও দিন ইউটিউবও ব্যান হয়ে যেতে পারে। টিকটক থেকে তো আমরা কোনও একদিন হঠাৎ করে একজন দারুণ প্রতিভা পেতেই পারি। তবে, যে বিষয়গুলো আপত্তিজনক, অবশ্যই সেগুলো রাখা উচিত নয়।‘

হ্যাঁ, সেটাই করেছে টিকটক। যা কিছু নিয়ে আপত্তি উঠেছিল, তা সবকিছু সরিয়ে ফেলে একেবারে নতুনভাবে ফের স্বমহিমায় ফিরছে টিকটক’

 

 

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...