শীত এসে গেল। অন্যদিকে, ডিসেম্বর মাস পড়ে গেল। আর ডিসেম্বর মানেই বড়দিন, বর্ষবরণের রাত নিয়ে উত্তেজিত সবাই।
কলকাতা শহরে ডিসেম্বর পড়লেই আলোর সাজে সেজে ওঠে গোটা পার্কস্ট্রিট চত্বর। এই সময় অনেকে আসেন আলোয় মোড়া শহরকে দেখতে। ভীড়ে- ভীরাক্কার হয়ে ওঠে পুরো এলাকা।
লালবাজার সুত্র থেকে জানা গিয়েছে যে এই বছর ১৮ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে পার্ক স্ট্রিটে বড়দিন বা বর্ষবরণের উৎসবের সূচনা হতে পারে। কোনও বিপদ যাতে না ঘটে তার জন্য আগাম নিরাপত্তার দায়িত্ব বাড়বে।
জানা গিয়েছে গত বছরের তুলনায় এবার পুলিশের সংখ্যা থাকবে আরও বেশি। এছাড়া উৎসবকে কেন্দ্র করে পার্ক স্ট্রিট এলাকার একাধিক হোটেলে নজরদারি শুরু হয়েছে। যেহেতু এই এলাকার হোটেলগুলিতে বাইরের রাজ্যের পাশাপাশি বহু বিদেশি অতিথি আসেন, তাই কারা কোন হোটেলগুলিতে উঠছেন কিংবা বছর শেষের কয়েক দিনের জন্য কেউ হোটেলে অগ্রিম ঘর কেন নিয়ে রাখছেন সব কিছুই খতিয়ে দেখা হবে। এই বিষয়ে আলাদা ভাবে দায়িত্ব দেওয়া হয়েছে প্রত্যেক পুলিশকে।
অন্যদিকে, লালবাজার সূত্র থেকে আরও জানা গিয়েছে যে গত বছর বড়দিন এবং বর্ষবরণের সময়ে গোটা এলাকাকে ১১টি জ়োনে ভাগ করা হয়েছিল এবং প্রায় তিন হাজার পুলিশকে মোতায়েন করা হয়েছিল। সেখানে ছিল কুইক রেসপন্স টিম, উইনার্স বাহিনী এবং দায়িত্বে ছিলেন ১০ জন ডিসি পদমর্যাদার আধিকারিক। এই বছর সেই নিরাপত্তা আরও বাড়িয়ে কঠোর করতে চায় লালবাজার দফতর।