সাল্লু মিঁয়া অর্থাত সলমান খানের ভক্ত দেশজুড়ে তো আছেই, দেশের বাইরের সাল্লু মিঁয়ার ক্রেজ ঈর্ষা করার মতন| পাকিস্থানে “টাইগার জিন্দা হ্যায়” নিষিদ্ধ হওয়ার পরও প্রায় দেড়শ জন সলমান ভক্ত লাহোরের একটা অডিটোরিয়ামে পরিবার ও বন্ধুদের নিয়ে একটি ঘরোয়া ছবি প্রদর্শন করেন| সংখ্যায় বাড়তে থাকায় অডিটোরিয়াম ভাড়া নেন তারা| ডিজিটাল প্রজেক্টর নিয়ে গোটা
ছবিটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন সাল্লু মিঁয়ার পাক ফ্যানেরা| ছবি শেষে তারা সংবাদ মাধ্যমকে বলেন, “ভারত পাকিস্তানের মধ্যে সুন্দর ভালবাসার কাহিনী বলা হয়েছে| প্রতিটি অ্যাকশন এর দৃশ্যে সিটি পড়েছে| এতে খুশি সাল্লু মিঁয়ার বাবা সালিম খান| তার মতে দুটি দেশেই এই ছবি মুক্তি পাওয়া উচিত| উল্লেখ্য “টাইগার জিন্দা হ্যায়” ছাড়া বেশ কয়েকটি ছবির প্রদর্শন গোটা পাকিস্তানে নিষিদ্ধ করা হয়েছে যেমন “প্যাডম্যান, “টিউবলাইট”, “দঙ্গল”, “রইস” ইত্যাদি|