চোরাশিকার ও দুর্ঘটনাকে রুখে দিয়ে বংশ বাড়ছে বাঘের| বাঘের জনসংখ্যার সর্বশেষ আদমশুমারিতে সেই সংখ্যাটা যথেষ্ট আশাব্যঞ্জক| জাতীয় বাঘ সংরক্ষণ কর্তৃপক্ষের (এনটিসিএ) এবং ভারতের ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট টাইগারস অফ ইন্ডিয়া ২০১৮-১৯ এর প্রতিবেদনে দেখা গেছে, দেশে প্রাপ্তবয়স্ক বাঘের সংখ্যা বর্তমানে ২,৯৬৭ | আর এই তথ্যকে চোখের সামনে জীবন্ত করে তুলেছে একটি ছবি | ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের অফিসার পারভীন কাসওয়ান নিজের টুইটার হ্যান্ডেল থেকে একটি ছবি শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে একটি পূর্ণবয়স্ক বাঘিনীর পায়ে পায়ে ঘুরছে পাঁচটি শাবক| উত্তর ভারতের বিস্তীর্ণ তরাই অঞ্চলে তোলা এই চিত্র, ওই অঞ্চলে বাঘের জনসংখ্যার বৃদ্ধির প্রামান্য তথ্য বলে দাবি করেছেন ওই আধিকারিক |পারভীন কাসওয়ান এই ছবিটির ক্যাপশনে লিখেছেন ছবিটিতে যাদু আছে| ফটোটি তুলেছেন জনৈক সিদ্ধার্থ সিং | বাঘের জনসংখ্যার সর্বাধিক বৃদ্ধি উত্তরাখণ্ডের বিস্তৃত তরাই অঞ্চলে লক্ষ্য করা গিয়েছে বলে বাঘ সুমারিতে বলা হয়েছে | পরিসংখ্যানে বলা হয়েছে, তরাই অঞ্চলে ২০১৪ সালে সংখ্যা ৭৯ ছিল| ২০১৮ সালে এখানকার অভয়ারণ্যেগুলিতে কমপক্ষে ১১৯ টি প্রাপ্তবয়স্ক বাঘের সন্ধান মিলেছে| তরাই পৃথিবীর অন্যতম পরিবেশগত উত্পাদনশীল বাস্তুসংস্থান। কর্টনিয়াঘাট, পিলিভিট এবং দুধওয়া অভয়ারণ্যে বাঘের জনসংখ্যা বৃদ্ধির ফলাফল অত্যন্ত উৎসাহব্যঞ্জক বলে মনে করছেন বাঘ বিশেষজ্ঞরা| গোটা বিশ্বে অন্যতম বৃহত্তম এবং সুরক্ষিত বাঘের আবাসস্থল হিসাবে পরিচিত ভারত। বর্তমানে বিশ্বজুড়ে থাকা বাঘের ৭০ শতাংশই আছে ভারতে| জনসংখ্যা বৃদ্ধির কারণ হিসেবে চোরাশিকার বন্ধ এবং সচেতনতার পাশাপাশি বন্যজীবন সংরক্ষণ আইন কঠোরভাবে প্রয়োগ করাকেই উল্লেখ করেছে বনদফতর |