Tiger News: ছাগলের টোপে ধরা পড়ল বাঘমামা, স্বস্তির নিঃশ্বাস ফেলল দক্ষিণ ২৪ পরগনার কুলতলি এলাকাবাসী

ধরা পড়ল বাঘমামা। বনে পেতে রাখা ছাগলের টোপে পা দিল সে। মঙ্গলবার ভোর তিনটে নাগাদ দক্ষিণ ২৪ পরগনার কুলতলি অঞ্চলে একটি বাঘকে খাঁচাবন্দি করেন বনকর্মীরা। এই খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এলাকাবাসী।

রবিবার সন্ধ্যেবেলা থেকে কুলতলির মৈপীঠ-বৈকুন্ঠপুর এলাকায় একটি বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকাবাসীদের কথা অনুযায়ী, শ্মশানঘাটের কাছে একটি বাঘকে ঘুরতে দেখা গিয়েছে। এরপর জঙ্গলে গিয়েও গ্রামবাসীরা বাঘের পায়ের টাটকা ছাপ দেখতে পান। এরপর থানা ও বনকর্মীদের কাছে খবর পাঠানো হয়। সেই দিন রাতেই নগেনাবাদ ৯ নম্বর মুলার জেটিঘাটের কাছে লাইলনের তার বিছিয়ে দেন মনেকর্মীরা।

এরপর বাঘটিকে ধরার চেষ্টা করলে, বাঘটি গণেশ শ্যামল নামে এক বনকর্মীর উপর হামলা করে। বনকর্মীর ঘাড় কামড়ে ধরে ওই রয়্যাল বেঙ্গল টাইগারটি। কিন্তু অন্য বনকর্মীদের চেষ্টায় গণেশকে উদ্ধার করা হয়। এই ঘটনার পর বাঘটি জঙ্গল ছেড়ে পালিয়ে যায়।

এই ঘটনার পর এলাকায় ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপরেই বাঘটিকে ধরতে জন্য কুলতলির একটি সব্জিক্ষেতে দু’টি খাঁচা পাতা হয়। টোপ হিসেবে রাখা হয় ছাগল। সেই জালেই মঙ্গলবার ধরা পরে বাঘটি। বাটির বয়স আনুমানিক ১০ বছর।

বন দফতরের ডিএফও নিশা গোস্বামী জানিয়েছেন, প্রথমে বাঘটির স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এবার চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাঘটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। তবে বাঘটি কেন জঙ্গল থেকে বেরিয়ে এসেছিল, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...