কালারস বাংলায় চলছে ধারাবাহিক মুখোশের আড়ালে। ধারাবাহিকটি শুরু হওয়ার সময় ট্যাগ লাইন রাখা হয় 'মুখোশের আড়ালে কে?' দর্শক বেশ সমস্যায় পড়ে গিয়েছিলেন কাকে ওই 'কে'র আসনে বসাবেন তা নিয়ে। এবার আস্তে আস্তে মুখোশ খুলে বেরিয়ে আসছে সেই 'কে' মানুষটি। সে আর কেউ নয়। টাইগার। গল্পের নায়ক অর্কর বাবা। টাইগার উগ্রপন্থী দলনেতা। সে দেশের ক্ষতি চায়। আর দেশের ক্ষতি করতে সে পরিবার পরিজনদেরও এই দুনিয়া থেকে সরিয়ে দিতে পারে। এই চরিত্রে দেখা যাচ্ছে বিশ্বজিৎ চক্রবর্তীকে। তাকে এহেন নেগেটিভ চরিত্রে এর আগে কখনও দেখেননি দর্শক। আর এই চরিত্রে বেশ খুশি তিনি। বেশ চ্যালেঞ্জিং মনে করছেন এই টাইগার চরিত্রটিকে। তাঁর মতে নেগেটিভ ক্যারেক্টার ছাড়া কোনও গল্পই বেশিদিন এগিয়ে নিয়ে যাওয়া যায় না। গল্প তখন গতি হারায়।
নিজের ছেলেকে দিয়ে নানা ধরনের খারাপ কাজ করিয়ে যাচ্ছে সে। অর্ক জানেও না তার বাবা আসলে কী।
'মুখোশের আড়ালে' ধারাবাহিকের সেটে পৌঁছে জিয়ো বাংলা দেখল বিশ্বজিৎ চক্রবর্তীর ষড়যন্ত্রের কিছু দৃশ্য। সে ডা: শাওনকে খুঁটি করে একের পর এক গুটি সাজিয়ে চলেছে ঝিনুক এবং দেশের বিরুদ্ধে। ডা: শাওনকে থুড়ি এমিলা সাধুখাঁকে জিজ্ঞেস করলাম নেগেটিভ চরিত্র কেমন এনজয় করছ? এমিলার উত্তর -"নিজেকে অন্যভাবে আবিষ্কার করছি। ভাল বউ রাধার চরিত্রের সঙ্গে শাওনের অনেক পার্থক্য। অনস্ক্রিনে ঝিনুক অর্থাৎ কৌশাম্বির সঙ্গে আমার টক্করে টক্করে লড়াই চললেও আসলে আমরা খুব ভাল বন্ধু। একজনের প্যাক আপ হয়ে গেলে আরেকজন ভাবি আমারও প্যাক আপ হয়ে গেলে ভাল হত। আড্ডা মারতে পারতাম। যদিও শুটিং এর ফাঁকে আমরা আড্ডা দিই। "
মেক আপ রুমে মেক আপ সারছিলেন কৌশাম্বি। ধারাবাহিকে আগামী সপ্তাহগুলিতে কী গল্প আসছে তা বলতে নারাজ কৌশাম্বি। খুব সুন্দরভাবে তিনি এড়িয়ে গেলেন ধারাবাহিকের শুরুর দিকে ঝিনুকের চরিত্রে দেখা যাচ্ছিল শর্মিষ্ঠা আচার্যকে। এরপর তার পরিবর্তে আসেন কৌশাম্বি। এরপর আরও একবার গল্পের নিয়ম মেনে নকল ঝিনুকের চরিত্রে ফিরে আসেন শর্মিষ্ঠা। এরপর আবার কৌশাম্বি। এভাবেই নানা রঙে এগোচ্ছে এই ধারাবাহিক।
রাহুল চক্রবর্তী প্রোডাকশনের এটিই প্রথম মেগা সিরিয়াল। আর শুরুতেই এক মহিলা ফৌজির গল্প নিয়ে এগোচ্ছে এই ধারাবাহিক।রাহুল চক্রবর্তী জানান -"মেয়েরা প্রতি মুহূর্তে নানা ক্ষেত্রে লড়াই করে। আমরা ছেলেরা রাত বারোটার পর বাড়ি ঢুকলে কেউ তাকিয়েও দেখে না। কিন্তু একটি মেয়ের বাড়িতে ফিরতে রাত দশটা বাজলেও লোক ভাবে কী এমন কাজ এত রাতে? আমরা এখনও আধুনিক হয়েও হতে পারছি না। ঝিনুক সেই সব বলিয়ে মানুষগুলিকে চ্যালেঞ্জ ছোঁড়ে। সে দেশের জন্য ঝাঁপায়। দশ'কে সে বাচায়। এরকম একটি নারী চরিত্র নিয়ে কাজ করার ইচ্ছা আমার বহুদিনের। দর্শক ঝিনুক, অর্ক, প্রতাপদের ভালবাসছে। টাইগারকে অপছন্দ করছে। যেকোনও ধারাবাহিকের ক্ষেত্রে এর থেকে বড় সাফল্য আর কী হতে পারে? চরিত্রগুলি যতক্ষণ না মানুষের মনে নাড়া দিচ্ছে ততক্ষণ কোনও ধারাবাহিকই সফল নয়।"
'মুখোশের আড়ালে' দেখুন প্রতিদিন রাত সাড়ে ৯ টায় কালারস বাংলায়।