১৫ থেকে ১৮ আগস্ট বন্ধ থাকবে শিয়ালদহ উড়ালপুল

ফ্লাইওভারের স্বাস্থ্য পরীক্ষার জন্য আগামী ১৫ই আগস্ট থেকে ১৮ই আগস্ট পর্যন্ত শিয়ালদহ উড়ালপুলে সমস্তরকম যান চলাচল বন্ধ থাকবে বলে ঘোষণা করা হয়েছে কেএমডিএ-র পক্ষ থেকে। শহরের ব্যস্ততম উড়ালপুলটি বন্ধ থাকায় ব্যাপক যানজটের সম্ভাবনা রয়েছে। মধ্য কলকাতায় ট্রাফিক সচল রাখতে চারটি বিকল্প রাস্তা ব্যবহার করার নির্দেশ দিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ।

কেএমডিএ’র পক্ষ থেকে রুগ্ন উড়ালপুলের তালিকা প্রকাশ করা হয়েছিল, তাতে নাম ছিল শিয়ালদহ উড়ালপুলের। সেই সূত্রেই স্বাস্থ্যপরীক্ষার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানা যাচ্ছে।

স্বাধীনতা দিবসের দিন সন্ধ্যে ৬টায় বন্ধ হবে উড়ালপুল এবং তা আবার চালু হবে ১৮ই আগস্ট সন্ধ্যে ৬টার পর। এই চারদিন যানচলাচলের পাশাপাশি শিয়ালদহ অন্তর্বর্তী সমস্ত ট্রাম চলাচলও স্থগিত থাকবে। এস এন ব্যানার্জী রোড বিবেকানন্দ রোডে কোনওরকম পার্কিং করা যাবে না। গুরুত্বপূর্ণ মোড়গুলিতে পুলিশ মোতায়েন করা হবে,“ জানিয়েছেন ডিসি (ট্রাফিক) সন্তোষ পান্ডে।

১৫ই আগস্ট ছুটির দিন এবং ১৬ ও ১৭ই আগস্ট শনি-রবি পড়ায় কিছুটা হলেও যান চলাচল স্বাভাবিক থাকবে। কিন্তু কলকাতা ট্রাফিক পুলিশের আসল পরীক্ষা ১৮ই অগাস্ট অর্থাৎ সোমবার। সেদিন তৎপরতার সঙ্গে শিয়ালদহ চত্বর যানমুক্ত রাখার গুরুদায়িত্ব সামলাতে হবে তাঁদের।

বিকল্প রাস্তা হিসেবে মোট চারটি রুটের নির্দেশ দেওয়া হলেও পারদপক্ষে তিনটি রুটই ব্যবহার করা হবে বলে জানিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ। প্রথম রুট- মহাত্মা গান্ধী রোড হয়ে ব্যাংক অফ ইন্ডিয়ার সামনে দিয়ে কোলে মার্কেট হয়ে শিয়ালদহ  স্টেশন পৌঁছনো যাবে। দ্বিতীয় রুট- মানিকতলা দিয়ে আমহার্স্ট স্ট্রিট হয়ে ব্যাংক অফ ইন্ডিয়ার সামনে দিয়ে যাওয়া যাবে শিয়ালদহ এবং তৃতীয় রুটটির সাহায্যে রাজাবাজার দিয়ে নারকলডাঙা হয়ে ক্যানেল ইস্ট রোড ধরে শিয়ালদহ পৌঁছনো যাবে বলে জানানো হয়েছে। যদিও দক্ষিণ কলকাতা থেকে শিয়ালদহ আসার রুটটিতে বিশেষ কোনও পরিবর্তন আনা হয়নি।

এই ৯৬ ঘন্টা চিত্তরঞ্জন অ্যাভিন্যু সহ মহাত্মা গান্ধী রোড, এস এন ব্যানার্জী রোড এবং আমহার্স্ট স্ট্রীটে ব্যাপক যানজট হওয়ার আশঙ্কা রয়েছে। কিন্তু ছুটির দিন থাকার সুবাদে কিছুটা হলেও ট্রাফিকে অবস্থা ভালো থাকবে বলে আশা করা হচ্ছে,” বলছেন এক ট্রাফিক পুলিশ অফিসার।

প্রসঙ্গত, ৩৫ বছর আগে নির্মিত হয়েছিল উড়ালপুলটি। তারপর তেমন ভাবে স্বাস্থ্যপরীক্ষা করা হয়নি বলে সন্দেহ করা হচ্ছিল, অবশেষে কেএমডিএ’র তৎপরতায় কাজটি অগ্রসর করার পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে। ঘটনার জেরে, ইতিমধ্যেই উড়ালপুলের নীচে থাকা সমস্তরকম দোকান পাট খালি করার নির্দেশ দেওয়া হয়েছে কেএমডিএ তরফ থেকে। ব্রিজের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ সূত্রে খবর, বেশ কয়েকটি ফাটল রয়েছে ব্রিজে, দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ না হওয়ার ফলে বেশ কিছু জায়গায় গজিয়ে উঠেছে গাছ। বিষয়গুলি নজরে আসতেই দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...