রাজ্যে তৈরি হবে তিন নয়া উড়ালপুল, প্রস্তাব রাখেন রাজ্যের প্রতিমন্ত্রী চন্দ্রিমা

রাজ্যে (২০২৪-’২৫) অর্থবর্ষের বাজেট ঘোষণা হল বৃহস্পতিবার। রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে বিধানসভায় বাজেট পেশ করেন অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

জানা গিয়েছে যে তিনি সেখানে রাজ্যে তিনটি নতুন উড়ালপুর তৈরির প্রস্তাব দেন। তার মধ্যে একটি তৈরি হবে নিউ টাউন এলাকা থেকে বিমানবন্দর পর্যন্ত। এতে যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার লক্ষ্য রয়েছে তাঁদের।

বাজেটে জানা গিয়েছে যে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের মেট্রোপলিটন মোড় থেকে নিউ টাউনের সিজি ব্লকের কাছে মহিষবাথান পর্যন্ত একটি উড়ালপুল তৈরি হবে। সেই উড়ালপুলটি হবে প্রায় সাত কিলোমিটার দীর্ঘ ও চার লেনের।

জানা গিয়েছে যে এই প্রকল্পটি আগামী তিন বছরের মধ্যে তৈরি করার লক্ষ্য রেখেছে রাজ্য। এছাড়া সরকার দাবি করেছে যে এই উড়ালপুল তৈরির জন্য তিন বছরে ৭২৮ কোটি টাকা খরচ হবে এবং তার মধ্যে প্রথম বছরের জন্য রাজ্য বাজেটে ১৫০ কোটি টাকা বরাদ্দ করেছেন চন্দ্রিমা।

1665457083_flyover

এই প্রকল্পটি সফল হলে অনেক সুবিধা লাভ করবেন রাজ্যবাসীরা। সড়ক বিশেষজ্ঞদের মতে, কলকাতায় রাস্তার সংখ্যা এবং পরিসর সীমিত। কিন্তু প্রতি বছর ধীরে ধীরে গাড়ির সংখ্যা বেড়েই চলেছে। ফলে, রাস্তায় যানযট এবং পরিবেশজনিত সমস্যা বাড়তেই থাকছে। এটা খুব স্বাভাবিক।

আর তাই উড়ালপুলের মতন এক অভিনব বিকল্প পরিকাঠামো খুবই দরকার। তাতে সকল শহরবাসীর সমস্যা মিটবে এবং আরও বেশি সুগম হয়ে উঠবে।   

এটা শেয়ার করতে পারো

...

Loading...