পৃথিবীর একটি মাত্র সন্তান থুড়ি উপগ্রহ হল চাঁদ। নানা সময়েই নানা রকম রূপে আমাদের সামনে হাজির হয় সে। বাচ্চাদের এই চাঁদমামা এবার দেখা দিতে চলেছে একটি দুটি নয় একসাথে তিনটি আলাদা আলাদা রূপে। নতুন বছরের প্রথম উপহার হিসাবে এই দৃশ্য যথারীতি উত্তেজনা সৃষ্টি করেছে মহাকাশবিশারদদের মনে। জানুয়ারী মাসের ২০ ও ২১ তারিখ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের দিনই একসাথে এই তিনটি বিরল রূপ দেখা যাবে। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, তার সাথে রক্ত চন্দ্র এবং "উলফ মুন" এই তিন দৃশ্য একসাথে দেখা যাবে অন্ধকার আকাশে। এমনিতেই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের পর চাঁদ এক রক্তবর্ণ রুপ ধারণ করে। "ন্যাশনাল জিওগ্রাফিক" সূত্রে জানা গেছে, উত্তর ও দক্ষিণ আমেরিকা থেকে সবচেয়ে ভালোভাবে দেখা যাবে এই দৃশ্য। এছাড়াও পশ্চিম ইউরোপ এবং পশ্চিম আফ্রিকা থেকেও দৃশ্যমান হবে এই মহাজাগতিক দৃশ্য। মহাকাশ বিজ্ঞানীদের বক্তব্য অনুযায়ী, সূর্য, পৃথিবী এবং চাঁদ এক সরলরেখায় অবস্থান করলে ঘটে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আর এবার এই চন্দ্রগ্রহণের এক অবসরেই ঘটে যাবে সেই বিরল ঘটনা। সম্পূর্ণ রক্তবর্ণের এক বিশালাকার চাঁদ ধরা দেবে মানুষের চোখে। প্রাচীন লোককথা অনুযায়ী, শীতের মধ্যভাগের চন্দ্রের এই বিশেষ পূর্ণিমা তিথিতেই শিকারে মাতে নেকড়েরা। তাই এই চাঁদ কে "উলফ মুন" ও বলা হয়ে থাকে। নাসার তরফ থেকে জানানো হয়েছে, এই বিশেষ দৃশ্য আকাশে স্থায়ী হবে প্রায় এক থেকে দুই ঘন্টার জন্য। অন্য সময়ের তুলনায় আকারে অনেক বড় দেখাবে এইদিন চাঁদকে তাই এই চাঁদ কে সুপার ব্লাড মুন-ও আখ্যা দেওয়া হয়েছে। নাসার বক্তব্য, খালি চোখেই দেখা যাবে চাঁদের এই তিন বিরল রূপ।