তিন দিনব্যাপী নাট্যোৎসব

সংস্কৃতি মুখর বাঙালি সর্বদাই ভালবাসেন উৎসবে মেতে উঠতে পাশাপাশি বাঙালিদের একান্ত আপন হল নাট্যচর্চা-যার মাধ্যমে তারা নিজেদেরকে খুঁজে পান। এবারে নাটক আর উৎসব যখন একাকার হয়ে যায়, তখন তো আর কোনো কথাই নেই| ডেলিসোপের দীর্ঘ বাক্যব্যয় কিংবা নেটদুনিয়ার গ্রাস সবকিছুর পরেও আজ বেঁচে রয়েছে মঞ্চ আর সেই মঞ্চের জন্য নাটক| এরকমই এক নাট্যোৎসব সম্প্রতি শুরু হয়ে গেল নৈহাটি ঐকতান মঞ্চে| কেয়াডাঙ্গা সবুজ সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে এই তিনদিন ব্যাপী নাট্যোৎসবের শুভ সূচনা হয়ে গেল আর সেই উৎসবে উপস্থিত ছিলেন তীর্থঙ্কর চন্দ| ৪-৬ই এপ্রিল এই নাট্যোৎসবে পরিবেশিত হচ্ছে বিভিন্ন আঙ্গিকের নাটক| এই নাট্যোৎসবের প্রথম নাটকটি ছিল হাওড়া ব্রাত্যজনের পক্ষ থেকে পরিচালক কৌশিক করের পরিচালনায় অন্তর্ঘাত’, এছাড়াও তিনদিনের এই নাটকের উৎসবে থাকছে দীপ চক্রবর্তীর পরিচালনায় 'রিষড়া দূরায়নের' নাটক ‘হুল ও রাষ্ট্র যন্ত্র’, শুভাশিস ভট্টাচার্যের পরিচালনায় 'রাজডাঙ্গা দ্যোতকে'র নাটক দ্বিখন্ডিত’

রাজেশ দেবনাথের পরিচালনায় সবুজ সংস্কৃতি কেন্দ্রের পরিচালনায় নাটক ওয়েটিং ফর ইউ’| এই প্রযোজনা নাট্যসম্পর্কের চতুর্থ বছরের প্রযোজনা| তাদের লক্ষ্য শুধুই নৈহাটির মানুষই না চারিদিকে নাটকের ভাবকে ছড়িয়ে দেওয়া|

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...