মহাকাশের আনাচেকানাচে প্রতিনিয়ত হয়ে চলেছে নানা মহাজাগতিক কান্ডকারখানা। কোনো নক্ষত্রের জন্ম হচ্ছে তো কোনো নক্ষত্রের মৃত্যুও ঘটছে। কোথাও মৃদু ভূমিকম্প হচ্ছে তো কোথাও হচ্ছে সোলার ঝড়। কোথাও আবার হচ্ছে বীভৎস বিস্ফোরণ। এই সবকিছুর কারণেই প্রতিনিয়ত মহাকাশ নিয়ে বেশ উৎসাহিত হতে দেখা গেছে মানুষকে। মহাকাশের কোনায় কোনায় কি কি ঘটছে তা জানার জন্য আজ উৎসুক সাধারণ মানুষ। সম্প্রতি, নাসা মানুষের সামনে এনেছে একটি অদ্ভুত মহাজাগতিক খবর যা শোনার পর থেকেই চোখ কপালে উঠেছে মহাকাশবিজ্ঞানীদের।
সম্প্রতি নাসার তরফ থেকে জানানো হয়েছে, মহাকাশের বুকে তিনটি ব্ল্যাকহোলকে খাবারের জন্য লড়াই করতে দেখা গেছে। লড়াই বলে সে লড়াই? একেবারে মারকাটারি যুদ্ধ হচ্ছে তিন ব্ল্যাকহোলের মধ্যে। তারা একবার নিজেদের ধাক্কা দিচ্ছে তো পরমুহূর্তেই ওপর ব্ল্যাকহোলকে ধাক্কা দিতে দেখা গেছে তাদের। আর তার মধ্যেই একে অপরের খাবার কেড়ে খাচ্ছে এই তিন ব্ল্যাকহোল। খাবারের ভাগ বাটোয়ারা নিয়েই আপাতত লড়ছে এই তিন ব্ল্যাকহোল আর তাদের লড়াই দেখে স্তম্ভিত সাধারণ মানুষ থেকে শুরু করে জ্যোতির্বিজ্ঞানীরাও।
পৃথিবী থেকে ১০০ আলোকবর্ষ দূরে ঘটে যাওয়া এই ঘটনাটি প্রত্যক্ষ করেছে আমেরিকার আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা। তাদের সোয়ান ডিজিটাল স্কাই সার্ভে টেলিস্কোপের চোখে ধরা পড়েছে এই দৃশ্য। 'দি অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল'-এ প্রকাশিত গবেষণাটি থেকে ২২ কোটি কিলোমিটার ব্যাসার্ধযুক্ত তিনটি ব্ল্যাকহোল লড়ছে তাদের মধ্যে। নাসার তরফ থেকে এই কথা প্রকাশ্যে আনার সাথে সাথেই ঝড় ওঠে বিজ্ঞানমহলে। সকলেই জানায়, ব্ল্যাকহোল নিয়ে অনেক গবেষণা হলেও এর আগে ব্ল্যাকহোলের লড়াই কেউ দেখেননি।