দেশের রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকগুলি বিভিন্ন ভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে বেশ কিছুদিন থেকেই। এই পরিস্থিতি থেকে বেরোতে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। গত সোমবার এই ব্যাপারেই একটি ঘোষণা করা হল, কেন্দ্রীয় ব্যাংক সচিব রাজীব কুমারের তরফ থেকে। ব্যাংক অফ বরোদা, বিজয়া ব্যাংক এবং দেনা ব্যাংক মিলে তৈরী হতে চলেছে দেশের তৃতীয় বৃহত্তম ব্যাংক। বুধবার এই সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। ভারতের ব্যাংকিং ইতিহাসে এই প্রথম ত্রিমুখী ব্যাংক সংযুক্তিকরণের ব্যাপার হল। ব্যাংকগুলিকে পুনরুজ্জীবনের উদ্যোগ নিয়ে কেন্দ্রীয় সরকার ব্যাংক সংযুক্তিকরণের প্রকল্প নিয়েছে। কর্মী স্বার্থের কথা মাথায় রেখেই এই রকম সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় ব্যাংক সচিব রাজীব কুমার জানিয়েছেন, সম্প্রতি স্টেট ব্যাংকের সঙ্গে সহযোগী পাঁচটি ব্যাংক সংযুক্তিকরণ করা হয়েছে কিন্তু সেখানকার কোনো কর্মীকেই ছাঁটাই করা হয়নি। সেই রকম-ই এই তিনটি ব্যাংক-ও সংযুক্ত হলেও কর্মী ছাঁটাই হবেনা। তিনটি ব্যাংক স্বাধীনভাবেই কাজ করবে। শুধুমাত্র ব্যবসায়িক দিক যাতে ক্ষতিগ্রস্ত না হয় এবং পরবর্তী প্রজন্ম যাতে সুরক্ষিত থাকে, সেদিকেই মূলতঃ দৃষ্টি রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সচিব জানান, গত ত্রৈমাসিকে অলাভজনক সম্পদের শেয়ারের দাম ২১,০০০ কোটি টাকা পড়েছে। ২০১৮-১৯ আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিক ব্যাংকগুলি ৩৬,৫৫১ কোটি টাকা উদ্ধার করতে সমর্থ হয়। উন্নয়নে মাত্রা বৃদ্ধি করতে ও গতি বজায় রাখতে সদর্থক পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন দেখা দিয়েছিল বলে জানান তিনি। এই কারণেই সংযুক্তিকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অদূর ভবিষ্যতে এই সিদ্ধান্ত যথেষ্ট ফলপ্রসূ হবে বলেই মনে করা হচ্ছে।