সুরক্ষায় আরো বেশি করে নজর দিতে চায় রেল| দুর্ঘটনার ঝুঁকি কমানো, সিগনালিং ব্যবস্থাকে আরো ত্রুটিমুক্ত ও সর্বোপরি সঠিক সময় ট্রেন চালানোর জন্য নতুন নতুন ব্যবস্থা নিচ্ছে রেল | এবার সুরক্ষা ও নজরদারিকে আঁটোসাটো করতে তিনটি স্বয়ংক্রিয় যন্ত্র তৈরি করেছে পূর্ব রেলের আসানসোল বিভাগ| পূর্ব এবং উত্তর ভারতের মধ্যে ট্রেনগুলি বিশেষত রাজধানী ও দুরন্তের মত হাই প্রোফাইল ট্রেনগুলির জন্য ব্যবহার করা হবে এই যন্ত্রগুলি | আপৎকালীন পরিস্থিতি ও দুর্ঘটনা এড়াবার বিষয়গুলি মাথায় রেখে এই যন্ত্রগুলি ডিজাইন করেছেন রেলের ইঞ্জিনিয়াররা | সুরক্ষা ছাড়াও, ডিভাইসগুলিও পরিষেবার উন্নতি ও নিয়মানুবর্তিতাকে নিশ্চিত করার উদ্দেশ্যে এগুলি তৈরি করা হয়েছে বলে রেলসুত্রে খবর |
এই ডিভাইসগুলির মধ্যে প্রথমটি হ'ল একটি লেভেল-ক্রসিং গেটম্যান অ্যালার্ট সিস্টেম। লেভেল ক্রসিং এ পাহারায় থাকা গেটম্যান যদি কেবিনে না থাকেন বা বিশেষত রাতে দুর্গম জায়গায় মাঝে মাঝে গেটম্যানরা ঘুমিয়ে পড়েন | তখন এই ডিভাইসটি সতর্ক করতে প্রতি ৩০ মিনিটের ব্যবধানে একটি অ্যালার্ম বাজাবে | তাতেও যদি গেটম্যান সতর্ক না হয় ডিভাইসটি স্বয়ংক্রিয়ভাবে বিভাগীয় সুপারভাইজার বা স্থায়ীভাবে অফিসিয়াল ইনচার্জকে সতর্ক করে দেবে। ডিভাইসটি তৈরী করতে খরচ পড়েছে প্রায় ৪৫,000 টাকা।অনেক সময় স্টেশনে দেরিতে যোগাযোগের কারণে গেটম্যানরা লেভেল ক্রসিং গেটগুলি বন্ধ করতে দেরি হয়ে যায়। কখনও কখনও স্টেশন মাস্টার্স বা সহকারী স্টেশন মাস্টারগুলি ট্রেনের কাছাকাছি ক্রসিং গেটে গেটম্যানদের সতর্ক করতে ভুলে যান। এখনও পর্যন্ত , স্টেশন মাস্টাররা তাদের সাথে ম্যাগনেটো টেলিফোনের মাধ্যমে গেটম্যানদের সঙ্গে যোগাযোগ করেন যেখানে কথোপকথনটি রেকর্ড করা হয় না। নতুন এই এএসএম-এলসি যোগাযোগ ব্যবস্থা একটি বোতামের ব্যবহার করে গেটম্যানরা ভিজ্যুয়াল এবং অডিও উভয় মাধ্যমে নির্দেশ পাবেন এবং সময় মতো তার উত্তর দেবেন উভয় পক্ষের কথপোকথন রেকর্ড করা যাবে এবং পরে প্রয়োজন মত স্টোর করে রাখা যাবে ক্লাউডএ |এই ডিভাইসটির দাম পড়বে ৭৮০০০ টাকা |তৃতীয় ডিভাইসটি ব্যবহার করা হবে লেভেল ক্রসিং এ | বেশি লোডের ট্রাক বা গাড়ির লেভেল ক্রসিং এ অনেক সময় আটকে যায় | অনেক সময় ক্রসিং পার হতে গিয়ে ওভারহেড তারে আটকে ট্রেনের তার ছিঁড়ে যায় | সেই বিপত্তি আটকাতে এই ডিভাইসটি আগে থেকে গাড়ির লোড মেপে নেবে এবং লোডের বেশি হলে তাকে আটকানোর জন্য সতর্ক করবে | ভিজ্যুয়াল এবং অডিও দুভাবেই মেসেজ দেবে গেটম্যানকে | এই যন্ত্রটির দাম ৯৮০০০ টাকা |