বাগদেবীর আরাধনা বৃষ্টির মধ্যেই

সকালে উঠেই বৃষ্টি। সরস্বতী পুজোর দিনে সকালের এমন চেহারা যেন পুরো দিনটাই মাটি করে দেয়। তবে বোধহয় কিছুটা বাধ্য হয়ে, তাঁর আরাধনায় সন্তুষ্ট হয়ে যেমনটা শুরু হয়েছিল, তেমনটা আর বর্ষাচ্ছে না। অন্তত কলকাতায় এই মুহূর্তে বৃষ্টির দাপট নেই। আকাশ একেবারে ঝকঝকে না হলেও মেঘের ফাঁকে মাঝে মাঝে উঁকি মারছে রোদ।

                     আসলে বৃষ্টি মাথায় নিয়েই বাগ্দেবীর আরাধনায় মেতে উঠেছে সকলেই। সকালে যতই বৃষ্টির ধারা চলুক না কেন, আয়োজনের ত্রুটি ছিল না কোথাও। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ীই বৃষ্টি শুরু হয়েছে ভোররাত থেকে। শুধু কলকাতায় নয়, গোটা রাজ্যেই বৃষ্টি হচ্ছে। যদিও আবহাওয়া দফতর জানাচ্ছে, সারা দিন ধরেই অল্পবিস্তর বৃষ্টি চলবে। তবে বৃষ্টি আগামী কাল থেকেই কমে যাবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। আইএমডি-র ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মঙ্গলবার রাত থেকেই তাপমাত্রা বেশ খানিকটা  বাড়বে। বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। ৩০ তারিখের পর দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমান কমলেও উত্তরবঙ্গে বৃষ্টি জারি থাকবে। আগামী ১ ফেব্রুয়ারির পর থেকেই উত্তরবঙ্গের আবহাওয়ার উন্নতি হবে বলে মত আবহবিদদের।

                  মঙ্গলবার রাত থেকেই তাপমাত্রা বেড়েছে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। আবহাওয়া দফতর জানাচ্ছে, সপ্তাহের গোড়ায় যে বৃষ্টি শুরু হয়েছে, এর কারণ মূলত পশ্চিমী ঝঞ্ঝা। পাশাপাশি বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্তের সৃষ্টি হতে চলেছে। আবার ওপর থেকে আসা পশ্চিমী বায়ুর সঙ্গে মিলেমিশে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। তবে শুক্রবার থেকে বৃষ্টি বন্ধ হয়ে আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং জাঁকিয়ে পড়বে ঠান্ডা। হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, জানুয়ারির শেষ ক'দিন ফের ঠান্ডায় কাঁপবে গোটা রাজ্য।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...