মিস্টার পারফেকশনিস্ট নামটা আমিরের দর্শকরা ফিল্মের পর্দা জুড়ে অনুভব করেন। নিখুঁত ফিল্ম তৈরিতে পরিচালকের ঘুম কেড়ে নেন আমির। কোনও চরিত্রই হালকা ভাবে নেন না অভিনেতা আমির খান। ছবিও বাছেন সেই মতোই। মনের মতো চিত্রনাট্য এবং নিজে তার ভেতর ঢুকে পড়ে সেঁধিয়ে যাওয়া আমিরের এখন লক্ষ্য আগামী প্রত্যেকটি ছায়াছবি।
আগামী মাসেই মুক্তি পাচ্ছে আমির খানের বহুচর্চিত ‘মোগুল’। 'টি সিরিজে'র স্রষ্টা প্রাণপুরুষ গুলশন পুত্র ভূষণকুমার এই ছবির অন্যতম প্রযোজক। সুভাষ কাপুরের পরিচালনায় টি সিরিজের ব্যানারে গুলশন কুমারের বহুমুখী রঙিন চরিত্রে অভিনয় করেছেন আমির স্বয়ং। পাঠক জানেন, গুলশনের মৃত্যুর কারণ খুন। যার নেপথ্যে দাউদ ইব্রাহিম। দাউদের চরিত্রে রয়েছেন গুলশন গ্রোভার এবং অন্যান্য চরিত্রে মৌনী রায়, বিক্রম গোখলে, ফয়জল খান। তানিয়া চরিত্রে দিব্যা দত্ত ও ভূষণকুমারের চরিত্রে আদর জৈন।
এ বছর একটি তামিল অতি জনপ্রিয় এক ছবির রিমেক এ অভিনয় করছেন আমির খান। ছবির নাম 'বিক্রম ভেদা'। মূল ছবিতে অভিনয় করেছিলেন দুই তামিল সুপারস্টার 'বিজয় সেতুপথি' এবং 'মাধবন'। হিন্দিতে এই দুটি চরিত্রে দেখা যাবে আমির খান এবং সঈফ আলি খানকে। ফিল্মটির নির্দেশনায় রয়েছেন পুষ্কর গায়ত্রী। ছবিটির গল্পে মূল অনুপ্রেরণা বিক্রমাদিত্যের 'বেতাল পচ্চিশি'। সেখানে বেতাল এবং বিক্রমের গল্প বলাই ছিল গল্পের মূল আঙ্গিক। এই ফিল্মে বিক্রম একজন সৎ পুলিশ ইন্সপেক্টর। এনকাউন্টার স্পেশালিস্ট। এবং ভেদা এক ক্রিমিনাল-খুনে ড্রাগ মাফিয়া গ্যাংস্টার। তার দাপটে ত্রস্ত পুলিশ এবং আন্ডারওয়ার্ল্ড। বিক্রম এই ভেদা-কে এনকাউন্টারে মেরে ফেলতে উদ্যত। এমন অবস্থায় একদিন ভেদা নিজের থেকেই বিক্রমের কাছে আত্মসমর্পন করে। এরপর ভেদা বিক্রমকে তিনটে গল্প শোনায়। যা শোনার পর বদলে যায় বিক্রমের ভাবনা। চমকপ্রদ এই গল্পের রূপরেখায় তৈরি বিক্রম ভেদা। ১৫ মে মুক্তি পাবে ছবিটি দেশ জুড়ে।
বছরের শেষে আমির খানের সবচেয়ে আলোচিত ছবি ‘লাল সিং চাড্ডা’ মুক্তি পাবে ২১ ডিসেম্বর ২০২০তে। ১৯৯৪ সালের বিশ্বজুড়ে 'টম হ্যাঙ্কসে'র ছবি 'ফরেস্ট গাম্প' আলোড়ন ফেলে দিয়েছিল। তারই ছায়ায় তৈরী হচ্ছে লাল সিং চাড্ডা। অল্প বুদ্ধির এক মানুষ। প্যাঁচহীন সরল সাধাসিধে। শিশু সুলভ ভালোবাসা দিয়ে সবাইকে জীবনযুদ্ধে আশাবাদী করে তোলে লাল সিং। মূলত কমেডির মোড়কে এক মজাদার সম্পূর্ণ প্যাকেজ এই ছবি। দেশজুড়ে কমপক্ষে একশোটি লোকেশনে শ্যুট হয়েছিল এ ছবির। মুম্বই, চন্ডিগড়, জয়সলমীর, বারাণসী, গোয়া, মুন্নর থেকে কলকাতা সর্বত্র জমজমাট শ্যুট। ছবিটি আমির খান ও তাঁর স্ত্রী কিরণ-এর যৌথ প্রযোজনায় তৈরি। পরিচালনায় অদ্বৈত চন্দন। আমির ছাড়াও মান সিং, বিজয় সেতুপতি, দেবদাস ঘোষ এবং ফরেস্ট গাম্প-এর জেনি, লাল সিং-এর প্রেমিকার চরিত্রে করিনা কপূর খান-কে দেখা যাবে।
অতি সম্প্রতি আমির খান ‘নেটফ্লিক্স’-এ আধ্যাত্মিক গুরু অশো-র রজনীশ কে নিয়ে কাজ করছেন। সব মিলিয়ে ২০২০ বেশ জমজমাট আমির খানের।