নতুন যাত্রা শুরু লোকনাথ ও সুভাষের

অবশেষে কালীঘাটের মন্দিরে প্রবেশ করল লোকনাথ। সে চায় সব মহিলারাও যাতে মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারে। কিন্তু মূল পুরোহিত দ্যুলোকাচার্যর নির্দেশে মন্দিরে কোনও মহিলার প্রবেশ নিষিদ্ধ। এই নিয়মে তুষ্ট নয় লোকনাথ। সে ছুটে যায় মন্দিরের মূল পুরোহিতের কাছে। তার বক্তব্য, যদি মহিলারা মন্দিরে প্রবেশ না করতে পারে তা হলে মা কালী কেন বসে রয়েছেন মন্দিরে? তা হলে তো তারও জায়গা নেই এই মন্দিরে। তার এই কথা বলা মাত্র প্রচণ্ড ভূকম্পন শুরু হয়। মা কালীর মূর্তি মাটির তলায় চলে যেতে থাকে। কী হবে এরপর? জানা যাবে এই সপ্তাহেই।

loknathnetajicontent

ওদিকে সুভাষ রভেনশ কলেজিয়েট স্কুলে ভর্তি হয়েছে মাতৃভাষা শেখার জন্য। এরপর কী ভাবে বেণিমাধব দাসের দ্বারা সুভাষ প্রভাবিত হবে সেটাই উঠে আসবে ধারাবাহিকের পরবর্তী পর্বগুলিতে। বিপ্লবীদের বিচরণ খুব সূক্ষ্মভাবে দেখানো হচ্ছে এই ধারাবাহিকে। একের পর এক নতুন চরিত্রের আগমন ঘটছে। এই সপ্তাহে এমনই কোনও নতুন চরিত্রের আগমন হতে চলেছে কিনা তা জানতে হলে দেখতে হবে এই ধারাবাহিক।  

‘জয় বাবা লোকনাথ’ দেখুন সন্ধে সাড়ে ৭ টায়, ‘নেতাজি’ দেখুন রাত সাড়ে ৮ টায় জি বাংলায়।

এটা শেয়ার করতে পারো

...

Loading...