দুর্গাপুজোর এক অবিচ্ছেদ্য অঙ্গ পুজো স্পেশাল গান। এবার পুজোয় এসভিএফ মিউজিক তাদের নতুন প্রযোজনা “আমার মন মানে না” প্রকাশ করেছে যা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের “আমার মন মানে না” গানটির নতুন উপস্থাপনা। এই মিউজিক ভিডিও নিয়ে আশাবাদী নির্মাতাগণ। ৭ অক্টোবর থেকে এসভিএফ মিউজিকের ইউটিউব চ্যানেল এবং অন্যান্য অডিও প্ল্যাটফর্মে পাওয়া যাবে এই গানটি।
“আমার মন মানে না” গানটি এক অপেক্ষার গান। এই মিউজিক ভিডিওতেও এক অপেক্ষার স্বাদ পাবেন শ্রোতারা। এ এক নারীর গল্প, যে শত অত্যাচার সয়েও নিজের প্রিয় মানুষটির অপেক্ষায় বছরের পর বছর বিরহে কাটায়। কিন্তু শেষ অবধি অপেক্ষার অবসান হলেও সামাজিক বাধা পেরিয়ে তারা একে অপরকে কাছে পায়না। পুরাতন গানের ছাঁচে হৃদয়স্পর্শী গল্প এবং বিরহ সঙ্গীতের এক নিখুঁত মিশ্রণে এই প্রজেক্টটি দর্শকদের মনের গভীর ছাপ ফেলতে বাধ্য।
মিউজিক ভিডিওর সঙ্গীতায়োজন ও গানটি গেয়েছেন অরিন্দম। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন গৌরব চট্টোপাধ্যায়, সৃজা দত্ত ও অভ্রজিৎ চক্রবর্তী। প্রযোজনার দায়িত্বে রয়েছেন এসভিএফ।
এই মিউজিক ভিডিওর মাধ্যমে যুগ যুগ ধরে নারীদের উপর হওয়া অত্যাচারের দিকটি ফুটিয়ে তোলা হয়েছে। ঘরের উমাকে বিসর্জন দিয়ে খড়ের উমাকে পুজো করে আসছে মানুষ, এই বার্তা দিতে চেয়েছে নির্মাতারা।