অতীতে পদ্ম বিভূষণ পুরস্কারে সম্মানিত হয়েছেন তিন ক্রীড়া ব্যক্তিত্ব। ২০০৭ সালে দাবাড়ু বিশ্বনাথন আনন্দ। ২০০৮ সালে শচীন তেন্ডুলকর স্যার এডমন্ড হিলারি।
এবারের ‘পদ্ম সম্মানে’র জন্য ক্রীড়াবিদদের নামের যে তালিকা যে পাঠিয়েছে জাতীয় ক্রীড়া মন্ত্রক অতীতের বিচারে তা বলা যায় এক প্রকার নজিরবিহীন। মনোনয়ন তালিকায় শুধুমাত্র মহিলা ক্রীড়াবিদদের নাম! ভারতীয় ক্রীড়া ক্ষেত্রে মহিলা ক্রীড়াবিদদের সাম্প্রতিক সাফল্যের খতিয়ান। খেলায় পুরুষ প্রাধান্যের দিন যে ক্রমশ ফুরিয়ে আসছে এই মনোনয়ন তালিকা যেন তারই স্মারক।
২০১৯ এর ‘পদ্ম সম্মানে’র জন্য পদ্ম কমিটির কাছে ৯ জন ক্রীড়াবিদের নামের তালিকা পাঠানো হয়েছে। তালিকা ৯ ক্রীড়াবিদই মহিলা।
২০১৯- এর পদ্মবিভূষণ সম্মানের জন্য প্রস্তাবিত হয়েছে মেরি কমের নাম। মেরিই প্রথম ভারতীয় মহিলা ক্রীড়াবিদ যাঁর নাম প্রস্তাব করা হল পদ্মবিভূষণ সম্মানের জন্য। বক্সিং-এ ৬ বারের বিশ্ব চ্যাম্পিয়ন মেরি ২০১৩ সালে পদ্ম বিভূষণ পুরষ্কার পেয়েছিলেন। ২০০৬- এ পদ্মশ্রী।
পদ্মভূষণের জন্য মনোনয়ন পেয়েছে পিভি সিন্ধুর নাম। পিভি সিন্ধু ২০১৫ সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন।
পদ্মশ্রীর জন্য হরমনপ্রীত কৌর( ক্রিকেট) , রাণী রামপাল( হকি) , ভিনেশ ফোগাত( কুস্তি), সুমা শিরু(শুটিং), মনিকা বাত্রা ( টেবিল টেনিস), টাশি মালিক ও নুঙ্গশি মালিক( পর্বতারোহন) এর নাম প্রস্তাব করেছে ভারতীয় ক্রীড়া মন্ত্রক।