কেউ কেউ কফি খান শখে, কেউ অভ্যাসে। তবে মেঘ-বৃষ্টির আমেজে ধোঁয়া ওঠা এক কাপ গরম কফি মন জুড়িয়ে দেয় সবারই। কিন্তু তা বলে কফিনে বসে গা ছমছমে পরিবেশে! হ্যাঁ। তবে ভয় পাওয়ার দরকার নেই। কলকাতা নয়, সুদূর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ক্রেতাদের আকৃষ্ট ও মৃত্যুকে উপলব্ধি করাতে এক অভিনব পদ্ধতি বেছে নিয়েছে একটি ক্যাফে। ক্যাফেটিতে আসা ক্রেতারা চাইলে কফিনে শুয়ে কফি ছাড়াও কিনে খেতে পারেন তাঁদের পছন্দের খাবার।
এছাড়া ক্রেতাদের আকৃষ্ট করার জন্য ক্যাফেটির ‘ডেকরেশন’ করা হয়েছে অদ্ভুতুড়ে ভাবে। বসার জায়গায় আপনি সঙ্গী হিসেবে পেয়ে যাবেন ‘কঙ্কাল’-সঙ্গী কে।
সেইসঙ্গে কফিনগুলোতে রয়েছে নানা ধরনের পানীয় যা ক্রেতাদের সঙ্গ দেবে কফিনের ভেতরে। শুধু ‘ডেকরেশন’-ই নয়, অদ্ভুতুড়ে নামকরণ করা হয়েছে পানীয়গুলিরও।
ক্যাফের মালিক ভিরানূত রোজানপ্রপা বলেন, ক্যাফেটির এমন পরিকল্পনার উদ্দেশ্য হল গ্রাহকরা যেন তাদের জীবনের প্রকৃত মানে বুঝতে পারে।
তিনি আরও বলেন, 'আমাদের মূল লক্ষ্য ক্রেতাদের মৃত্যু উপলব্ধি অনুভব করানো'।