প্রপোজ ডে! দিনটি পালন করা হয় ৮ই ফেব্রুয়ারীতে|
এইদিন সবাই সবার মনের মানুষকে প্রেমের প্রস্তাব দেয়| না বলা কিছু কথা, আপনি প্রেমিক বা প্রেমিকাকে বলেন| কি তাই তো?
কিন্তু আপনি কি কখনো ‘প্রপোজ ডে’ দিনটিকে অন্য ভাবে ভেবেছেন?
প্রপোজ ডে শুধু মাত্র জীবনসঙ্গীকে নয় বরং আপনার যে কোনো প্রিয় মানুষের সঙ্গেই এই দিনটি উদযাপন করা যেতে পারে| প্রপোজ মানে প্রস্তাব দেওয়া| আপনি সকাল বেলায় ঘুম থেকে উঠে মা বা বাবাকে বলতেই পারতেন হ্যাপি প্রপোজ ডে!
কি বলেন নি তো? মায়ের ঘরের কাজে মাকে সাহায্য করার প্রস্তাব দিতে পারতেন| বাবা-কে তাঁর দৈনিক অ্যাকাউন্স-এ সাহায্য করার প্রস্তাব দিতে পারতেন|
কি করা যেতো তো! হ্যাঁ যেই মানুষ গুলো আমাদের ছোট থেকে বড় করেছে, তাঁরাও তো আমদের ভালোবাসার প্রস্তাব পাওয়ার উপযুক্ত বা যোগ্য| চলুন আজ না হয় দিনের শেষে গিয়ে সেই মানুষ গুলোকে একবার উইশ করা যাক, হ্যাপি প্রপোজ ডে!