ধনতেরাসে কী কী কিনবেন না?

দীপাবলি আর ধনতেরাস গায়ে গায়ে লেগে থাকা দুই উৎসব। ধনতেরাস মূলত উত্তর-পশ্চিম ভারতের উৎসব হলেও এখন পূর্বাঞ্চলও মেতে ওঠে কুবের দেবতার উৎসবে। ধন হল সম্পদ আর তেরাস মানে তেরোতম। তেরোতম দিনে হয় তাই ধনতেরাস।

ধনতেরাস কেনাকাটার মরসুম। বাসন থেকে ইলেট্রনিক্স গ্যেজেট, মায় নুন পর্যন্তও কিনতে গিয়ে লাইন দিতে হয়। সোনা রুপো, ধাতু হলে তো কথাই নেই। তবে এমন অনেক জিনিস যা এইসময় কিনতে নেই, এই ধরনের বস্তু ঘরে আনাকে গৃহস্থের পক্ষে অমঙ্গল মানা হয়।

নকল সোনা- ইমিটেশন, নকল সোনা বা সোনার বিকল্প হিসেবে যে সব ধাতুর চল আছে, সেই ধরনের ধাতু, নকল সোনার গয়না কেনা থেকে ধনতেরসের দিন বিরত থাকাই উচিত বলে মানা হয়।

লোহা- লোহা, লোহার দ্বারা নির্মিত সামগ্রী ধনতেরাসে কিনতে নেই। প্রাচীন ধারনা এতে কুবের রুষ্ট হন।

কালো রঙের সামগ্রী- ধনতেরাসের দিন থেকে শুরু হয় দিওয়ালী উৎসব। এই দিন কালো রঙের জামাকাপড় বা কালো রঙের সামগ্রী না কেনার পরামর্শ দেওয়া হয়।

অস্ত্র- ছুরি, কাঁচি বা যে কোন ধরনের ধারালো সামগ্রী কিনতে নেই ধনতেরাসে।

অনেকে ঘি, তেল এবং কাচের জিনিসও না কেনার পরামর্শ দেয়।

অনেক কিছু যেমন কেনা থেকে বিরত থাকতে বলা হয়, তেমনি এ কথার উল্টো পিঠে বলতে হয় ধনতেরাস কেনাকাটির উৎসব। অনলাইন থেকে পাড়ার দোকান সর্বত্র ছাড় আর ডিসকাউন্ট। অনেকেই আছেন বছরের বেশীর ভাগ প্রয়োজনীয় সামগ্রী এই উৎসবের সময়েই কিনে রাখেন। হোম গ্যেজেট থেকে শুরু করে জমি বাড়ি পর্যন্ত।.

Indias-gold-demand-for-2022-to-be-over-800-tonne

গহনা- সোনার দোকানে লম্বা লাইন। সারা দিন, রাত ভোর একই ছবি। স্পেশ্যাল ডিসকাউন্ড, ছাড়, ভারি হালকা সামর্থ্য অনুযায়ী সকলেই কিনতে চান। ধনতেরাস বা দিওয়ালীতে সোনা কেনা সৌভাগ্যের লক্ষণ। লক্ষ্মীকে সন্তুষ্ট করে ধনে সম্পদে সৌভাগ্য লাভ করতে এদিন বহু মানুষের কাছে সোনা কেনা হয়ে ওঠে ভীষণ জরুরি।

দেব-দেবীর মূর্তি- দেবদেবীর মূর্তি কেনার আদর্শ দিন ধনতেরাস। নতুন মূর্তি এনে পুজো আরতি করে প্রতিষ্ঠা করা হয় এই দিন। ধর্মস্থান এবং বাসগৃহ উভয় ক্ষেত্রেই।

সোনা-রুপোর মুদ্রা- ধনলক্ষ্মী ও গণপতির আরাধনায় সোনা রুপার মুদ্রা কেনা দিওয়ালীর প্রথা। অনেকে আত্মীয় বন্ধুদের সোনা-রুপোর মুদ্রা উপহার দেন এদিন।   

বাসন- তামা, ব্রোঞ্জ এমনি মাটির বাসনও কেনা হয়। বাসন বা নতুন কেনা পাত্র শূন্য আনতে নেই। চাল, ডাল কিংবা দুধে পূর্ণ করে ঘরে আনতে হয়। ধনতেরাসের দিন ধাতুকে সফলতার চিহ্ন মানা হয়।  

ঝাঁটা- বছরের এই দিন্টিতে ঝাঁটা বা ঝাড়ুকে সৌভাগ্যের প্রতীক মানা হয়। মানুষের বিশ্বাস দুঃখ, দারিদ্র্য দূর হয় এইদিন ঝাঁটা কিনলে। 

gomti-chakra-1609405465-5673051

গোমতি চক্র- দিওয়ালির পুজোর সময় অত্যাবশ্যক সামগ্রী গোমতি চক্র। লক্ষ্মী কৃপা লাভ এবং গৃহের মঙ্গলের জন্য প্রতি দীপাবলিতে কেনা হয় গোমতি চক্র।

এটা শেয়ার করতে পারো

...

Loading...