আগেকারদিনে ডাকাতি করতে যাওয়ার সময় কালিপুজো করত ডাকাতেরা| যাতে তাদের ডাকাতি সফল সেইকারণেই পুজো করত ডাকাতদল| কিন্তু বর্তমানে আর সেইজাতীয় ডাকাতির ঘটনা দেখা যায় না| কিন্তু এই রীতি আজও মেনে চলা হয় অনেক জায়গায়|সম্প্রতি, হায়দ্রাবাদের একটি ঘটনা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়| সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে প্রকাশিত হওয়া একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মন্দিরে প্রবেশ করে দেবীর মুকুট চুরি করার আগে তার কাছে প্রার্থনা করছে একজন চোর| তবে এটি পুরনো সেই ডাকাতদের রীতি নাকি সত্যি অনুশোচনা থেকে এই কাজ করা, তা জানা যায়নি|
সম্প্রতি দেখা যায়, গত বুধবার সন্ধ্যে ঠিক ৬.২০ মিনিটে এলাকার ভবানী দূর্গা মন্দিরে প্রবেশ করে এক ব্যক্তি|এরপরেই তার চোখ যায় দূর্গামূর্তির মাথায় থাকা রুপোর মুকুটটির দিকে| এরপরে সে শুরু করে তার প্রার্থনা| সিসিটিভি ফুটেজে ওঠা দৃশ্যের এই পর্যন্ত সবটাই ঠিক ছিল| বিপত্তি বাঁধে তখনই যখন দেখা যায় প্রার্থনা শেষ হওয়ার পরেই সে দেবীমূর্তির মাথা থেকে মুকুটটি খুলে নিয়ে কায়দা করে জামার ভেতর প্রবেশ করিয়ে সেখান থেকে চম্পট দেয়| ভক্তদের কাছ থেকে অভিযোগ পেয়ে পুলিশ এই ঘটনার তদন্তে নেমে জানতে পারে, মুকুটটির দাম ছিল প্রায় ১০,০০০ টাকা|
সিসিটিভি ফুটেজ থেকে দেখা গেছে, দেবীমূর্তির মাথা থেকে মুকুটটি সরানোর আগে ইতস্ততভাবে এদিক ওদিক দেখছিল সেই ব্যক্তি| এর থেকেই পুলিশের অনুমান, হয়তো আগে থেকে পরিকল্পনা করেই সে মন্দিরে প্রবেশ করেছিল| মন্দিরে সেইসময় পুরোহিত উপস্থিত না থাকার কারণে তার চুরি করতে সুবিধা হয়েছে, মত পুলিশের|পুলিশ সূত্রের খবর, চুরি করার পর অত্যন্ত শান্তভাবেই তার দুচাকা চেপে রওনা দেয় সে| খবরটি প্রকাশিত হওয়ার সাথে সাথেই পুলিশ এলাকায় তল্লাশি শুরু করে তবে জানা গেছে, এখনও পর্যন্ত কোনো সূত্র তাদের হাতে আসেনি|