পুজোর আগে ভূমিকম্পে কেঁপে উঠতে পারে কলকাতা, আশংকা ভূবিজ্ঞানীদের

গত ২৮ জুলাই রবিবার পুরুলিয়া সহ ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় রাত দুটো তিরিশ নাগাদ ভূমিকম্প হয়েছিল। রিখটার স্কেল এ যার মাপ ছিল ৪। এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পুরুলিয়ার ১০ কিলো মিটার নিচে। এই ভূমিকম্পটি হয়েছে বেসিন সীমান্ত ফল্ট লাইনে। সাম্প্রতিক অতীতে বাঁকুড়া, পুরুলিয়া, আসাম, অরুণাচলপ্রদেশ জুড়ে এই রকম ছোট ছোট ভূমিকম্প হয়েছে। যার ফলে কলকাতায় কম্পন অনুভূত হয়েছে। ভূবিজ্ঞানী সুজিব কর জানিয়েছেন, " অতি স্বল্প সময়ের ব্যবধানে উত্তর-পূর্ব ভারতে আগামী সেপ্টেম্বর মাসের শেষ বা অক্টোবর মাসের শুরুর দিকে কলকাতা সহ গোটা উত্তর-পূর্ব ভারত বড় রকমের ভূমিকম্পে কেঁপে উঠতে পারে।"

কেন এই আশংকা? উত্তরে সুজিব কর জানিয়েছে, " মাঝে মাঝে এই ধরণের ভূমিকম্পের ফলে কলকাতার নীচ দিয়ে যাওয়া ইওসিনহীনজ ফল্ট লাইন এর উপর বার বার কম্পন হচ্ছে। যার ফলে ইওসিনহীনজ ফল্ট লাইনটি কিছুটা স্থানচ্যুত হয়েছে। আর এই ধরণের কম্পন বার বার কোনো ফল্ট লাইনের উপর হলে সেই ফল্ট লাইনটি দুর্বল হয়ে পড়ে। তাই কলকাতায় পুজোর আগে বড় রকমের ভূমিকম্পের মুখোমুখি পড়তে পারে।"

গত বেশ কয়েক মাস উত্তর পূর্ব ভারতের নানা জায়গায় বিক্ষিপ্ত ভাবে ভূমিকম্প হয়েছে। ২৮ জুলাই রাত ২.৩০ মিনিট নাগাদ পুরুলিয়ার পাশাপাশি জম্মু-কাশ্মীরেও ভূমিকম্প হয়েছে। পুরুলিয়ার ভূমিকম্পের পরিমাপ ছিল ৪ রিখটার, জম্মু-কাশ্মীরের ভূমিকম্পের মাত্রা ছিল ৩.২ রিখটার, ২৭ জুলাই রাতে বাঁকুড়া, অরুণাচলপ্রদেশের কামেঙ জেলায় ৫.৫, ২৬ জুলাই ৫,৬ রিখটার মাত্রার ভূমিকম্প হয়েছে আসামে। তবে এই সব কটি ভূমিকম্পর মাত্রা যেমন কম ছিল তেমনই বেশি সময় ধরেও ভূমিকম্প হয়নি।

ভূ বিজ্ঞানী সুজিব কর জানিয়েছেন, "কম মাত্রা ও কম সময় ধরে ভূমিকম্প হওয়ার ফলে যেমন বড় রকমের ক্ষতি এইসব অঞ্চলে হয়নি, তেমন ধারাবাহিক এই ভূমিকম্পের ফলে এইসব অঞ্চল দিয়ে যাওয়া ফল্ট লাইনগুলোর উপর খুবই খারাপ প্রভাব পড়েছে। আমাদের রাজ্যের সংলগ্ন তিনটি ফল্ট লাইন আছে। এর মধ্যে বেসিন ফল্ট লাইন গেছে পশ্চিমবঙ্গ ও ঝাড়খন্ড সীমান্ত দিয়ে। এ ছাড়াও কলকাতার নিচ দিয়ে ইওসিনহীনজ ফল্ট লাইন দিনাজপুরের প্রান্তভাগ থেকে বাংলাদেশের ময়মনসিংহ পর্যন্ত গেছে। আর  মেঘালয়ের প্রান্তভাগ হয়ে ভারত মায়ানমার সীমান্ত জুড়ে রয়েছে ডাওকি ফল্ট লাইন। এই ৩টি ফল্ট লাইনের যে কোনও একটি ফল্ট লাইনে কম্পন হলে তার প্রভাবে পশ্চিমবঙ্গ, সিকিম, বাংলাদেশ, ভুটান, আসাম, মায়ানমারে বড় রকমের ভূমিকম্প হতে পারে। আর তা যদি হয় তবে গোটা কলকাতা, রাজারহাট, সল্টলেকে বিপর্যস্ত হতে পারে।"এই আশঙ্কার কারণ হিসেবে সুজিব কর জানিয়েছে,"২৮ জুলাই মাঝ রাতে পুরুলিয়ায় যে ভূমিকম্প হয়েছে তার উৎসস্থলের ২০০-২২৫ মিটারের মধ্যে রয়েছে  ইওসিনহীনজ ফল্ট লাইন। এই ফল্ট লাইনটি কলকাতার ৪ কিলো মিটার নীচ দিয়ে গেছে। ইওসিনহীনজ ফল্ট লাইন দিনাজপুরের প্রান্তভাগ থেকে বাংলাদেশের ময়মনসিংহ পর্যন্ত ২৫ কিলো মিটার বিস্তৃত। তাই এর যে কোনো একটি অংশে কম্পন হলে কলকাতায় তার প্রভাব পরবে। আর এই ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে সেপ্টেম্বর এর শেষ থেকে অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে। আর এই সময়ের মধ্যে পশ্চিমবঙ্গে বর্ষাকাল থাকবে। তাই ভূতলের তাপমাত্রার হেরফের হতে পারে। আর এর ফলেই পুজোর আগে কলকাতায় ভূমিকম্প হতে পারে বলে আশংকা করা হচ্ছে।"

 

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...