আজ থেকে বদলে যাচ্ছে কিলোগ্রাম

ল্য গ্রঁদ কে। প্ল্যাটিনাম ইরেডিয়ামের তৈরি একটি সিলেন্ডার। প্যারিসের সেন্ট ক্লাউডে যত্ন করে কাচের ভিতর রাখা। ১৩০ বছর ধরে এই সিলেন্ডারকেই কিলোগ্রামের মাপ বলে মানা হত। ভরের মূল একক। আজ তা থেকে বদলে গেল। শিল্প ও বিজ্ঞানের দুনিয়াতে আরও নিখুঁত ভাবে ওজনের মাপ ঠিক রাখতে কিলোগ্রামের নতুন সংজ্ঞা স্থির করেছেন বিজ্ঞানীরা।

প্যারিসে খুব যত্ন করে এই দন্ড রক্ষিত হলেও ক্রমশ তা থেকে পরমাণু ক্ষয়ে যাচ্ছিল। মোছামুছি, মানুষের হাতের ছোঁয়ায় ক্ষয়ে যায় ইরিডিয়াম এবং প্ল্যাটিনামে শঙ্কর ধাতুর সিলেন্ডারটি। ১০০ বছরে ৫০ মাইক্রো ক্রমে ক্ষয়ে গিয়েছে। এই অসুবিধা আটকাতেই কিছু ধ্রুবকের সাহায্য নেওয়া হচ্ছে। কিলোগ্রামের পরিমাপের সংজ্ঞায়। মাক্স প্ল্যাঙ্ক ধ্রুবকের দ্বারা। যার মান ৬.৬২৬০৭০১৫X ১০-৩৪( মিটার)২ কিলোগ্রাম/ সেকেন্ড। 

কিলোগ্রামের পরিমাপ যাতে সব সময় ধ্রুবক থাকে তার জন্য নতুন সংজ্ঞা তৈরি করতে হয়। বিশ্ব ওজন দিবস অর্থাৎ সোমবার থেকে সারা পৃথিবীতে কিলোগ্রামের নতুন সংজ্ঞা চালু হয়ে গেল। 

নোবেল জয়ী পদার্থবিদ উলফগ্যাং কেটেলের মতে থিওরি অনুযায়ী এই সংজ্ঞা মোটেই খুব জটিল নয়। প্রতিটি স্কুলে পদার্থবিদ্যার ক্লাসে ছাত্রদের কিলোগ্রামের সংজ্ঞা পরিবর্তন সম্বন্ধে জানানো হবে। 

কিলোগ্রামের সংজ্ঞা বদলে গেলেও দোকান বাজার, সাধারণ মানুষের চাল, ডাল, তেল, নুনের ওজন বদলাবে না। সেখানে কিলোগ্রামের লোহার বাটখারা একই থাকবে।

ওজনের পরিমাপে বদল আনার ভাবনা নতুন নয়। গতবছর নভেম্বরে জার্মানির ভার্সাই শহরে বিজ্ঞানিদের ২৬ তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে ৫০ টি দেশের প্রতিনিধিদের ভোটাভুটিতে ভাগ্য নির্ধারিত হয় কিলোগ্রামের।

শুধু কিলোগ্রাম নয়, অ্যাম্ফিয়ার, কেলভিন এবং মোলের সংজ্ঞার পরিবর্তন করার ভাবনা এসেছিল। অ্যাম্ফিয়ার বিদ্যুতের পরিমাপ। কেলভিন তাপমাত্রার পরিমাপ। মোল পদার্থের পরিমাপ।

প্যারিসের ল্য গ্রঁদ কে’র অনুরূপ সিলেন্ডার পৃথিবীর অন্যান্য দেশেও রাখা আছে। ভারতে রাজধানী দিল্লির ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটারিতেও আছে একটি। 

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...