অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, এস্থার ডুফ্লো এবং মাইকেল ক্রেমারকে ২০১৯ সালের অর্থনীতির নোবেল পুরস্কারের জন্য নির্বাচিত করেছে সুইডিশ একাদেমি। অভিজিৎ বন্দোপাধ্যায়ের সঙ্গে তাঁর স্ত্রী এস্থারও নোবেল সম্মান পেলেন। নোবেল কমিটির বিবৃতি অনুযায়ী, বিশ্বব্যাপি দারিদ্র দূরীকরণ নিয়ে গবেষণার জন্যেই পুরস্কার দেওয়া হল তিন অর্থনীতিবিদকে।
স্বামী-স্ত্রী দুজনেরই একই সঙ্গে একই বছরে, একই বিষয়ে নোবেল সম্মান প্রাপ্তির ঘটনা অবশ্য নোবেল পুরস্কারের ইতিহাসে প্রথম নয়। অতীতেও এই ঘটনা দেখা গিয়েছে।
মেরি কুরি-পিয়েরে কুরি প্রথম দম্পতি যাঁরা একই সঙ্গে, একই বছরে নোবেল পদক পেয়েছিলেন। ১৯০৩ সালে স্বামী পিয়েরে কুরি এবং মেরি কুরি দুজনেই পদার্থবিজ্ঞানে নোবেল জেতেন।
আইরিন কুরি-ফ্রেডেরিক কুরিও নোবেল সম্মানে সম্মানিত হন। চমৎপ্রদ তথ্য হল আইরিন মেরি-পিয়েরের জ্যেষ্ঠা কন্যা। ৯৩৫ সালে কৃত্রিম তেজস্ক্রিয়তা আবিষ্কারের জন্য রসায়নে নোবেল জেতেন এই দম্পতি।
গার্টি সোরি-কার্ল সোরি। দুই চিকিৎসাবিজ্ঞানীর জন্মস্থল অস্ট্রিয়া হলেও কর্মস্থল মার্কিন যুক্তরাষ্ট্র। ১৯৪৭ সালে গ্লুকোজ ও গ্লাইকোজেনের বিপাক ক্রিয়া সংক্রান্ত গবেষণার জন্য চিকিৎসাবিজ্ঞানে নোবেল জেতেন গার্টি-কার্ল দম্পতি।
২০১৪ সালে নোবেল জেতেন মে ব্রিট মোজার- এডভার্ড মোজার। মস্তিষ্কের পজিশনিং সিস্টেম গঠনকারী কোষ আবিষ্কারের স্বীকৃতি স্বরূপ।