'খিদিরপুর রং-বেরং' প্রযোজিত নাটক 'ডেডলাইন'। নাটকের নির্দেশক 'তন্ময় চন্দ্র'। বিখ্যাত আমেরিকান লেখক 'গ্রেগ্ আইলস্'র '২৪ ওয়ার্স' অবলম্বনে লেখা এই উপন্যাস অবলম্বনে বিখ্যাত একটি ইংরেজি ছবি হয়েছে 'ট্রেপ'। এছাড়াও নির্দেশককে নচিকেতার একটি গান ও ডাক্তার গানটি এই নাটকের জন্য অনুপ্রাণিত করেছিল। নাটকের গল্পটি হল মূলতঃ ডাক্তারদের নিয়ে। ডাক্তারদের আমরা ভগবান হিসেবে দেখি। কারণ তাঁরা জীবন দান করেন, রোগীদের সেবাতেই নিবেদিত তাঁদের জীবন।
কিন্তু কিছু কিছু ডাক্তার আছেন যাঁরা পয়সার জন্য কাজ করেন।ডাক্তারি পেশা তো একটি নোবেল প্রফেশন। নাটকটিতে সেই সমস্ত ডাক্তারদের কথা বলা হয়েছে, যাঁদের জন্য সাধারণ মানুষরা হেনস্থা হচ্ছেন। এই সমস্ত হেনস্থার উত্তর দিয়েছে এই নাটকটি। নাটকটির গল্পটা একটি বিখ্যাত কার্ডিয়াক সার্জেন কে কেন্দ্র করে। গল্পের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ট্যুইস্ট। সাধারণ মানুষের পিঠ ঠেকে গেলে তারা কী করতে পারে। এছাড়া এই নাটকে অভিনয় করেছেন অভিজিৎ লাহিড়ী, অনন্যা পাল ভট্টাচার্য , তন্ময় চন্দ্র, অন্বেষা ঘোষ সহ আরো অনেকে।