নাট্যব্যক্তিত্ব মোহিত চট্টোপাধ্যায়

বাংলা নাট্য জগৎ এর অন্যতম খ্যাতনামা নাট্যকার মোহিত চট্টোপাধ্যায়। বাংলা নাট্য জগতের সম্রাট তিনি। তার জন্ম ১৯৩৪ সালের ১লা জুন। পিতা নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায় ও মাতা রেণুকা চট্টোপাধ্যায়। পূর্ববঙ্গের বরিশালেই তাঁর প্রাথমিক শিক্ষা সেখানকার ব্রজমোহন বিদ্যালয়ে। এরপর সিটি কলেজ থেকে বাংলায় স্নাতক পাস করেন। মা রেণুকা চট্টোপাধ্যায় কবিতা লিখতেন। তাই কবির মূল অনুপ্রেরণা তাঁর মা। নাটক লেখার মধ্য দিয়েই একজন কবি আত্মপ্রকাশের সুযোগ পায় এই ধারণা অবলম্বন করেই তাঁর নাটক লেখার শুরু। মোহিত চট্টোপাধ্যায় প্রথমে ছিলেন কবি ও পরবর্তীকালে নাট্যকার। তাঁর রচিত নাটক গুলি ছিল স্বতন্ত্র ও অন্যরকম। নক্ষত্র, থিয়েটার ওয়াকার্স, থিয়েটার কমিউন, চুপকথা, রংরূপ, রঙ্গপট, এছাড়া ও বাংলা থিয়েটারের ছোট বড়ো সমগ্র দলে বিভিন্ন সময়ে নাটক লিখে দিয়ে সাহায্য করেছেন তিনি। কখনও থিয়েটারে অভিনয় করেননি বা নির্দেশনা দেননি। ১৯৬৩ সালে তাঁর লেখা প্রথম নাটক 'কণ্ঠনালীতে সূর্য' অন্যান্য নাটক গুলি হল 'নীল রঙের ঘোড়া', 'মৃত্যুসংবাদ', 'গন্ধরাজের হাততালি', 'রাজরক্ত', 'গিনিপিগ', 'ভূত', 'তোতারাম', 'তখন বিকেল', 'নোনাজল', 'গুহাচিত্র', 'দাহ' প্রভৃতি। এগুলি ছাড়াও তিনি আরও অনেক নাটক লিখেছেন। এছাড়াও তিনি ছিলেন বিখ্যাত চিত্রনাট্যকার। তিনি বহু পুরস্কারে পুরস্কৃত হন। পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত পুরস্কার, নান্দীকার পুরস্কার, সত্যেন পুরস্কার, দীনবন্ধু পুরস্কার, সংগীত নাটক একাডেমি পুরস্কার প্রভৃতি। তিনি ছিলেন কৃত্তিবাস পত্রিকার নিয়মিত কবি। তাঁকে হারানো বাংলা নাট্য মঞ্চের এক বিরাট ক্ষতি। 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...