নাট্যকার থিয়াম এবারে কবি

কলকাতা থেকে প্রায় ১৫০০ কিমি দূরত্বে অবস্থিত, শিল্প -সংস্কৃতি- নাচ -গান- থিয়েটার- এ ভরপুর মনিপুর রাজ্যটি। সংস্কৃতি চর্চায় কলকাতার প্রায় সমগোত্রীয় তাইতো কলকাতাকে আপন করে নিতে সময় লাগাননি বিখ্যাত নাট্য ব্যক্তিত্ত্ব থিয়াম নিমাই রতন। থিয়াম মণিপুরের নাট্যব্যক্তিত্ব হলেও গোটা বিশ্বের নাটক-মহল তাঁকে এক ডাকে চেনে। সবাই যেটা জানে না তা হল, ছোটবেলায় একটা বড় সময় নবদ্বীপে কাটিয়েছেন রতন থিয়াম। এত দিন বাংলায় কাটিয়ে বাংলা কে ভালোবাসবেননা সেটা কি করে হয় ?

গড়গড়িয়ে বাংলা বলতে পেরে বা পড়তে পেরেই তিনি ক্ষান্ত থাকেননি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর প্রতিটি কবিতা-গান নাটক থিয়োমের অত্যন্ত পছন্দের। রবি ঠাকুরের ‘গুরু’ নাটকটি মণিপুরী ভাষায় অনুবাদ করেছেন

কবিতা সম্পর্কে থিয়াম রতনের মতামত, "আমি মূলত একজন অন্তর্মুখী মানুষ। নাটক বানানো এবং সারাদিনের কাজের জগৎটা পেরোলেই আমার কবিতার জগৎটার শুরু। শুরু হয় নিজের সঙ্গে নিজের কথা বলা। সেখানে জড়ো হয় নানা চরিত্র, তবে তারা ঠিক নাটকের চরিত্রদের মতো নয়, আরও অন্য কিছু"।

নাটক-থিয়েটার তার জীবনে এক অন্য জগৎ এর সন্ধান নিয়ে আসে। তাঁর পরিচালনায় বানানো যে কোনো নাটক দেখলেই বোঝা যাবে, নাটকের মধ্যে নতুন নতুন ভাবনা চিন্তা করতে তিনিই পারেন, যেমন অভিনেতাদের সাজ-পোশাক, তাদের অভিনয় করার ক্ষমতা, স্টেজ এর সাজ-সজ্জা, নানান রঙের আলোর ব্যবহার-.গোটা নাট্য মঞ্চকে রঙ্গ মঞ্চে পরিণত করে দেয়। থিয়েটার দেখতে আসা মানুষগুলো মন্ত্রমুগ্ধর মতো চেয়ে দেখেন অভিনেতা, স্টেজ সব কিছুই। যেমন 'চক্রব্যূহ' নাটকটি দেখলেই বোঝা যাবে থিয়োড পুরো মহাভারত না বানিয়ে মহাভারতের একটু অংশকেই নাটকের রূপ দিয়েছেন, নিজের পরিকল্পনা মতো স্টেজ সাজিয়ে অভিনেতাকে  যেন চক্রব্যূহের মধ্যে ফেলে দেন। সেখান তাঁর  চলাচল, এক অপূর্ব ভাবনা-চিন্তা মানুষকে মোহিত করে দেয়। কলকাতা তথা বাংলার শিক্ষিত দর্শকদের সামনে শো করে যে তিনি একটা আলাদা তৃপ্তি লাভ করেন, সে কথা বার বার নানা সময়ে বলেছেন। এবার বাংলাকে তাঁর ফিরিয়ে দেওয়ার পালা। না, নাটক নয়। তাঁর কবিতার বই ‘নির্বাচিত কবিতা’ প্রকাশিত হয়েছে বাংলায়। তাঁর দুটি কাব্যসংগ্রহ ‘তালাপামেল নাহাকসু’ এবং ‘সনাগী থম্বাল’-এ প্রকাশিত কবিতাগুলির মধ্যে থেকে ২০৫টি কবিতা স্থান পেয়েছে আলোচ্য গ্রন্থে। তার পরিচালনায় বাংলা নাটক কবে  বাংলার মানুষেরা দেখতে পাবে এখন সেই প্রতীক্ষায়।

 

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...