ইয়ামাহা ফ্যাসিনো মিস ডিভা কলকাতার অডিশন সমাপ্ত হলো

১৫ জুলাই কলকাতার ‘দ্য পার্ক’-এ অনুষ্ঠিত হয়ে গেল এ বছরের ইয়ামাহা ফ্যাসিনো মিস ডিভা কলকাতার অডিশন| প্রায় ৮০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন ইয়ামাহা ফ্যাসিনো মিস ডিভা-মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০১৮-তে| তার মধ্যে থেকে ৮ জন বিজয়ী প্রতিযোগী এগিয়ে গেলেন আরো এক ধাপ তাদের স্বপ্ন পূরণের দিকে| প্রাক্তন মিস ইউনিভার্স লারা দত্তা মেন্টর হিসেবে সর্বক্ষণ থেকেছেন প্রতিযোগীদের সাথে| লখনউ, কলকাতা, ইন্দোর, হায়দ্রাবাদ, পুনে, আহমেদাবাদ, বেঙ্গালুরু, চন্ডিগর, দিল্লি থেকে প্রতিযোগীরা নির্বাচিত হয়ে মিলিত হবেন মুম্বই তে, যেখানে ফাইনাল পর্বের প্রতিযোগিতা হবে| তা ছাড়াও গোয়া, দিল্লি, চেন্নাই এবং মুম্বই-এই চারটি শহরে ভ্রমনের মাধ্যমে প্রতিযোগীরা নিজেদের প্রমান করবেন, যা এবছর নতুন সংযোজিত হলো|

কলকাতায় তিন জন বিচারক পেডেন ওগ্মু নামগ্যাল(Peden Ongmu Namgyal-Miss Supranational India 2017 and bagged many other crowns), মহ.ইকবাল(Super Model) এবং দর্শনা বনিক(Actor and renowned Model) বেছে নিয়েছেন আট জন চূড়ান্ত পর্বের প্রতিযোগীকে যাঁরা নিজেদের দেখতে চান এ বছরের মিস ইউনিভার্স হিসেবে, তাদের আত্মবিশ্বাসকে আর একটু বাড়িয়ে দিতে|

এটা শেয়ার করতে পারো

...

Loading...