পৃথিবীতে কাটিয়ে ফেলেছেন ১১৬ টা বসন্ত | দেখেছেন দু-দুটো বিশ্বযুদ্ধ| ১১৭ বছর বয়সে নিজের হাতে কেক কেটে জন্মদিন পালন করলেন বিশ্বের সবথেকে প্রবীণতম মানুষ কানে তানাকা | জাপানের ফুকুওকা শহরের বাসিন্দা তানাকা গত ২ জানুয়ারি রবিবার নার্সিং হোমেই জন্মদিন পালন করেছেন | প্রবীণতম এই মহিলার জন্মদিনটি পালন করতে যোগ দেন নার্সিং হোমের কর্মীরা ও তাঁর পরিবারের সদস্যরা| একটি ভিডিও ফুটেজে দেখা গিয়েছে হাসি হাসি মুখে কেক কাটছেন তিনি| একটুকরো কেক খাওয়ার পর তিনি বলেন কেকটা খুবই সুস্বাদু| আর একটুকরো কেক খাওয়ার আবদারও জোড়েন তানাকা| তাঁর এই কথায় হাসির রোল ওঠে নার্সিং হোমের কেবিন জুড়ে|
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে, তানাকা গত বছরের মার্চ মাসে ১১৬ বছর ৬৬ দিন বয়সী সবচেয়ে জীবিত ব্যক্তি হিসাবে মনোনীত হয়েছেন |তিনি ১৯০৩ সালে জন্মগ্রহণ করেছিলেন এবং ১৯২২ সালে হিদেও তানাকার সঙ্গে তাঁর বিয়ে হয়। এই দম্পতির চারটি সন্তান বর্তমান এবং তাঁদের একটি দত্তক সন্তানও রয়েছে |