‘ও অন্তভা মাওয়া, ও অন্তভা মাওয়া’ একটাই গান। এই মুহূর্তে হয়ে উঠেছে গোটা দেশের রিংটোন। মোবাইলে মোবাইলে ঘুরছে। ট্রেন্ড হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। সৌজন্যে 'পুষ্পা- দ্য রাইজ'।
গত পাঁচ-ছয় বছর ধরে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটি বড় পরিবর্তন এসেছে। এক সময় ভারতীয় দর্শকরা শুধু মাত্র বলিউড বা হিন্দি ছবি দেখতেই পছন্দ করতেন। কিন্তু আজকের যুগে বলিউডের সাথে সমান তালে পা মিলিয়ে দর্শকদের মন জয় করেছে দক্ষিণী ছবিগুলিও। এই ধরনের ছবির উদাহরণ অনেক রয়েছে। কিন্তু সম্প্রতি যে ছবি ভারতীয় দর্শকদের মনে ঝড় তুলেছে তা হচ্ছে 'পুষ্পা'। জনপ্রিয় দক্ষিণী অভিনেতা অল্লু অর্জুনের অভিনীত এই ছবি তামিল, তেলেগু, মালায়লাম, কন্নড় আর হিন্দি পাঁচ ভাষায় মুক্তি পেয়েছে। দক্ষিণী ভারতের মতো উত্তর ভারতের দর্শকদেরও নজর কেড়েছে 'পুষ্পা রাজ'।
চিরাচরিত দক্ষিণী ছবিতে যে ধরনের গল্প দেখতে পাওয়া যায় ঠিক সেরকমই গল্প এই ছবির। কিন্তু ছবির মূল চরিত্র অর্থাৎ 'পুষ্পা রাজের' ভূমিকায় অভিনয় করেছেন অল্লু অর্জুন। এমনিতেই অল্লু অর্জুন বিখ্যাত নিজের লুক নিয়ে। তারপর তার এই নতুন লুক দর্শকরা খবই পছন্দ করেছে। সম্পূর্ণ ছবিটির মধ্যে দেখানো হচ্ছে লাল চন্দনের চোরাচালান। এই চোরা চালানকারীদের নেতা হচ্ছে 'পুষ্পা রাজ'। তবে প্রথমে 'পুষ্পা' এক সাধারণ কর্মী ছিল। তারপর বেশি টাকা রোজগার করা তাগিদে লাল চন্দনের চোরা চালান করতে শুরু করেন। সেখান থেকেই গল্পের শুরু।
তারপর লাল চন্দনের চোরা চালান করে অনেক অর্থ উপার্জন করতে শুরু করে 'পুষ্পা'। শুধু তাই নয় তার বুদ্ধি দেখে অন্য লাল চন্দনের চোরা চালানকারীরাও তাঁকেই দায়িত্ব দেয় পুলিশের চোখ ফাঁকি দিয়ে লাল চন্দন আনার জন্য। তবে ছবিতে অল্লু অর্জুন ছাড়া যাকে সবচেয়ে বেশি দর্শকদের মনে ধরেছে তিনি হলেন রেশমিকা মন্দনা। ছবিতে অল্লু অর্জুন অর্থাৎ 'পুষ্পার' প্রেমিকার চরিত্রে দেখা গেছে তাকে।
তবে ছবির আসল চমক লুকিয়ে রয়েছে শেষে। সেখানেই দেখা মিলেছে আরও এক জনপ্রিয় অভিনেতার। তিনি হচ্ছেন মালায়লাম সিনেমার জনপ্রিয় অভিনেতা ফাওহাদ ফাজিল। আইপিএস অফিসার এসপি ভানওয়ার সিং শেখায়তের চরিত্রে অভিনয় করেছেন তিনি। এই ছবির পরবর্তী পার্টে খলনায়কের ভূমিকায় ফাওহাদ ফাজিলকেই দেখা যাবে। সুতরাং 'পুষ্পা-২' নিয়ে দর্শকদের উৎসাহ আরও বাড়বে। এই প্রথম দক্ষিণী সিনেমার জনপ্রিয় দুই অভিনেতাকে এক সঙ্গে দেখতে পেল দর্শক।