স্কুল ব্যাগের ভার কমাতে নির্দেশ দিল রাজ্য সরকার। বিকাশ ভবনে গত বৃহস্পতিবার রাজ্যের নির্দেশিকা ও গাইডলাইন সই করেন স্কুল শিক্ষা সচিব মনীশ জৈন। এই সিদ্ধান্ত অল্প দিনের মধ্যেই পৌঁছে যাবে স্কুলগুলিতে। অনেক দিন ধরেই স্কুল পড়ুয়াদের বইয়ের ব্যাগের ভার কমানোর কথা ভেবে এসেছেন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেই কথা মেনেই এবার বেশ কিছু সিদ্ধান্ত জানাল বিকাশ ভবন। শিক্ষা সচিব জানান, স্কুল ব্যাগের ভার কমানো সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের রায় এবং গাইড লাইন অনুসারে।
বই ব্যাগের বোঝা কমানো সংক্রান্ত বিষয়ে সম্প্রতি কেন্দ্রীয় সরকারও উদ্যোগ নিয়েছে। ব্যাগের ওজনের ঊর্দ্ধসীমা ঠিক করতে এবারে এগিয়ে এলো রাজ্য সরকারও। বই ব্যাগের চাপ কমাতে বেশ কিছু পন্থাও বাতলে দিল রাজ্য সরকার। প্রাথমিক বিদ্যালয়ে এমন ভাবে পাঠ্য নির্দেশনা দিতে হবে যাতে বাড়িতে আর কোন টাস্ক না থাকে। বইয়ের পাশাপাশি পরিবেশের বিভিন্ন উপাদান থেকেও শিক্ষা গ্রহণ করা যেতে পারে সেদিকেও লক্ষ্য রাখতে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। সরকারি বই ব্যাতিত কোন সহায়ক বই ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে।
স্কুল ব্যাগের ভার কমাতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে কোন হোম টাস্ক না দেওয়ার কথা জানানো হয়েছে রাজ্য সরকার থেকে। এছাড়াও প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছাত্রীরদের যেন বই বাড়িতে না নিয়ে যাবার প্রয়োজন পড়ে, স্কুলেই যেন বই-খাতা রাখার ব্যবস্থা থাকে সে বিষয়েও নির্দেশনা দিয়েছে রাজ্য সরকার। প্রতিদিনের ক্লাসের জন্য একটি মাত্র খাতা নির্ধারিত থাকবে। এই সব নির্দেশিকা সহ স্কুলের নানা প্রজেক্ট, শিক্ষা ভ্রমণ, এসাইনমেন্ট সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে সরকারি নির্দেশিকায়। ক্লাসেই ভিতরে এবং বাইরে শিক্ষার্থীদের একই গুরুত্ব থাকবে শিক্ষকদের কাছে। পড়া সংক্রান্ত কোন সাহায্য বা জিজ্ঞাসার জন্য যেন প্রাইভেট টিউশনমুখী না হতে হয় সেদিকেও জোর দিয়েছে রাজ্য নির্দেশিকা।
এই সরকারি নির্দেশিকাকে ইতিমধ্যেই সাধুবাদ জানিয়েছেন শিক্ষক ও অভিভাবক মহল। কিন্তু এই সব নির্দেশনা সঠিকভাবে পালনের ক্ষেত্রে স্কুলের পরিকাঠামো উন্নতির দিকেও লক্ষ্য রাখতে হবে বলে মনে করছেন শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের প্রধান শিক্ষিকা পাপিয়া সিংহ। শুধুমাত্র একটি খাতা বা অন্য সহায়ক বইয়ের ব্যবহার নির্দিষ্ট করলেই হয়ত অবস্থার পরিবর্তন আসবে বলে জানান তিনি। বইয়ের ভার কমাতে ভিডিওর মাধ্যমেও ক্লাস করানো যেতে পারে। বলা হয়েছে, প্রথম থেকে দ্বিতীয় শ্রেণীর স্কুল শিক্ষার্থীদের ব্যাগের ভার থাকবে ১.৫ কেজি। তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী অব্দি ব্যাগের ভার থাকবে ২-থেকে ৩ কেজি। ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণ এবং নবম থেকে দশম শ্রেণীর স্কুল ব্যাগের ভার যথাক্রমে নির্ধারণ করা হয়েছে ৪.৫ কেজি এবং ৫ কেজি।