মহাকুম্ভমেলা থেকে উত্তরপ্রদেশ সরকারের আয় হতে পারে ২ লক্ষ কোটি টাকা

গত ১৩ জানুয়ারী থেকে প্রয়াগরাজে শুরু হয়েছে মহাকুম্ভমেলা। ২৬ ফেব্রুয়ারি অর্থাৎ প্রায় ৪৪ দিন ধরে চলবে এই মেলা। উত্তরপ্রদেশ সরকার মন করছে, এই মেলা থেকে আগামী প্রায় ১ মাস ধরে প্রায় ২ লক্ষ কোটি টাকা আয় হতে পারে সরকারের।

কুম্ভমেলা ভারতের এক অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান। এই সময় দেশ-বিদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ ভিড় করেন প্রয়াগরাজে। প্রত্যেক ৬ বছর অন্তর পালিত হল অর্ধকুম্ভ ও প্রত্যেক ১২ বছর অন্তর পালিত হয় মহাকুম্ভ বা পূর্ণকুম্ভ মেলা। ২০২৫ সালের এই মেলা পূর্ণকুম্ভ মেলা।

প্রত্যেক ১২ বছর পর অনুষ্ঠিত হয় বলে এই মেলায় প্রচুর ধর্মপ্রাণ দর্শনার্থীদের আগমন ঘটে। ২০১৯ সালে অনুষ্ঠিত হয়েছিল অর্থকুম্ভ। সরকারের গণনা থেকে জানা যায়, সেবছর প্রায় ২৪ কোটি দর্শনার্থীদের আগমন ঘটেছিল প্রয়াগরাজে। যে কারণে সরকারের আয় হয়েছিল ১ লক্ষ কোটি টাকারও বেশী।

এই বছর প্রথম দিনেই প্রায় ৫০ লক্ষেরও বেশি মানুষ এসেছেন কুম্ভমেলায়। প্রশাসনের অনুমান ২০২৫ সালের মহাকুম্ভে ৪০ কোটি পুণ্যার্থীর ভিড় হবে। প্রত্যেকে যদি পাঁচ হাজার টাকা করেও খরচ করেন, তবে দু’লক্ষ কোটি টাকার হিসাবে পৌঁছনো যাবে। বিশেষজ্ঞদের মতে, পুণ্যার্থীপিছু ১০ হাজার টাকা করে আয় হতে পারে উত্তরপ্রদেশ সরকারের।

এই বিপুল আয়ের উৎস হিসেবে প্যাকেটজাত খাবার, জল, বিস্কুট, পানীয় জল তালিকাতে রাখা হয়েছে। সরকারের অনুমান এই খাতে প্রায় ২০ হাজার কোটি টাকা আয় হতে পারে। অন্যদিকে, কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের অনুমান, তেল, প্রদীপ, গঙ্গাজল, মূর্তি, ধূপকাঠির মতো সামগ্রী বিক্রি করেও আয় হতে পারে ২০ হাজার কোটি। এ ছাড়াও পর্যটন পরিষেবা, স্থানীয় এবং আন্তঃরাজ্য পরিষেবা, বিভিন্ন পরিবহণ ক্ষেত্র থেকে ১০ হাজার কোটি টাকা আয় হওয়ার সম্ভাবনা আছে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...