শেক্সপিয়র বলেছিলেন নামে কী আসে যায়! কিন্তু নাম-ই যে আসল সে কথা হাড়ে হাড়ে টের পেতে হয় আজকালকার দিনে। মানুষ তো বটেই এমন কী পশু-পাখির নাম নিয়েই একই কথা খাটে। ভেবে দেখুন আলিপুর চিড়িয়াখানার ‘বাবু’র কথা। চিড়িয়াখানার সেলিব্রিটি বাবু। আট থেকে আশি তাকে এক নামে চেনে। কিন্তু কে দিল তার ‘বাবু’ নাম? মুখে মুখে ছড়িয়ে গিয়েছে, নাম-দাতার নাম আর আলাদা করে মনে নেই কারুর।
নাম দেওয়া নিয়ে আজব এক কান্ড ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের টুলসা জু চিড়িয়াখানায়। এই চিড়িয়াখানায় সম্প্রতি জন্ম হয়েছে এক পেঙ্গুইন ছানার।
কিন্তু কী তার নাম হবে সে নিয়ে মহা ধন্দ। নাম হতে মজাদার। যাতে এক ডাকে তাকে চিনে যায় মানুষ। পেঙ্গুইন ছানার নাম কী হবে, সে নিয়ে ভোটের আয়োজন করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
গত ৩ অক্টোবর ছানাটির জন্ম হয়। বাবা আর মায়ের নাম ড্যাসেন আর আয়ারল্যান্ড। চিড়িয়াখানার খুদেতম সদস্যের নামকরণের জন্য ওয়েবসাইটে একটি ভোটের আয়োজন করা হয়। রিভার, স্যান্ডি ও রোবি এই তিন নামের মধ্যে ভোট চাওয়া হয়েছে। যে নামটি বেশি ভোট পাবে, সেই নাম গ্রহণ করা হবে ওই পেঙ্গুইন ছানার জন্য।
এই তিনটি নামই লিঙ্গগতভাবে নিরপেক্ষ। এর পেছনে অবশ্য একটি কারণ রয়েছে। পেঙ্গুইন ছানাটি কোন লিঙ্গের, সেটা এখনো জানা যায়নি।
তিনটি নামের মধ্যে ‘রিভার’ নামটা নেওয়া হয়েছে মারিয়ানো রিভেরার নাম থেকে। পানামা বংশোদ্ভূত এই মার্কিন বেসবল খেলোয়াড় বেসবল খেলেছেন নিউইয়র্ক ইয়াঙ্কিসের হয়ে। ২০১৩ সালে অবসর নিয়েছেন বিখ্যাত এই বেসবল খেলোয়াড়। তাঁর সম্মানে ‘রিভার’ নামটি নির্বাচন করা হয়েছে।
আরেকটি নাম হলো স্যান্ডি। এটি মারিয়ানো রিভেরার ডাকনাম। তৃতীয় নামটি নেওয়া হয়েছে আর এক মেজর লিগ বেসবল খেলোয়াড়ের নাম থেকে। তিনি হলেন জ্যাকি রবিনসন। মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগের প্রথম কৃষ্ণাঙ্গ বেসবল খেলোয়াড় তিনি।
কোনও নামই চূড়ান্ত হয়নি এখনও পর্যন্ত। তবে পেঙ্গুইনের ছানা বড় হচ্ছে বেসবল খেলোয়াড়ের পরিচয়েই, তার নাম ৪২৪২।
মারিয়ানো রিভেরা ও জ্যাকি রবিনসনের জার্সি নম্বর ছিল ৪২। পেঙ্গুইন ছানাটির পরিচয় আপাতত তাই ৪২৪২। নিজের নাম না পাওয়া পর্যন্ত এই তার পরিচয়।
নাম দিতে পারেন আপনিও। টুলসা জু চিড়িয়াখানার ওয়েবসাইটে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে ভোট।