ইঞ্জিনবিহীন ট্রেন প্রত্যাশা ছাপিয়ে ১৮০ কিমি গতিতে ছুটল

ভারতে একের পর এক বিভিন্ন রকম ট্রেন চালু করা হচ্ছে। রেলের জগতে সেগুলি মাইলস্টোন ছুঁয়ে ফেলছে সন্দেহ নেই। এই ধারা অব্যাহত রেখেই আর একটি নতুন ট্রেন আসতে  চলেছে রেলের দুনিয়ায়: ট্রেন-১৮ইঞ্জিনবিহীন এই ট্রেনটির প্রথম ট্রায়াল অনুষ্ঠিত হয়ে গেল গতকাল। সেই ট্রায়াল-এ ট্রেনটির গতিবেগ যা আশা করা হয়েছিল, তার চেয়েও অনেক বেশি জোরে ছুটে সকল আধিকারিকদের অবাক করে দিয়েছে এই নতুন প্রযুক্তির ট্রেন। কোটা-সাওয়াই-মাধোপুর সেকশনে গতকাল এই ট্রেনটি চালানো হয়েছিল। ভাবা হয়েছিল ঘন্টায় ১৫০-১৬০ কিমি বেগে ছুটবে এই ট্রেনটি। কিন্তু সকলের প্রত্যাশা ছাপিয়ে ঘন্টায় ১৮০ কিমি বেগে চলেছে এই ট্রেন। ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি(আইসিএফ)-এর জেনারেল ম্যানেজার এস মণি বলেন এই ঘটনায় আমরা যারপরনাই খুব খুশি। আর মাত্র কয়েকটা পরীক্ষা পাশ করলেই এই ট্রেনটির ফাইন টিউন করা হবে। আশা করা হচ্ছে আগামী বছর জানুয়ারিতেই এই ট্রেনটি বাণিজ্যিকভাবে চালু হয়ে যাবে। পাকাপাকিভাবে এই ট্রেনটি চালু হয়ে গেলে এটিই হবে ভারতের সর্বোচ্চ দ্রুতগতির ট্রেন। সবকিছু ঠিকঠাক থাকলে একদিনের সফরে শতাব্দী এক্সপ্রেসের জায়গায় আসবে এই ট্রেনটি। তাছাড়া রেলওয়ে সিস্টেম, লাইন তথা সিগন্যালের ওপর ভিত্তি করে এই ট্রেনটি ঘন্টায় ২০০ কিমি গতিও ছুঁতে পারবে বলে মনে করছেন রেলের আধিকারিকেরা। চলতি বছরে আরও একটি ট্রেন-১৮ নামাবে আইসিএফ। আগামী বছরে তাদের লক্ষ্যমাত্রা চার। ট্রেনটিতে রয়েছে ১৬টি কোচ। ঘোরানোর সুবিধা রাখার জন্য দুদিকেই থাকছে উন্নতমানের ড্রাইভার কেবিনউন্নত প্রযুক্তি এবং জ্বালানি সাশ্রয়কারী এই ট্রেনটি নিয়ে ভবিষ্যতে আরো জনপ্রিয় হবার আশা করছেন রেলের আধিকারিকেরা।

এটা শেয়ার করতে পারো

...

Loading...