এই প্রজন্ম কে স্টেজে তুলে ধরেছে নবাঙ্কুর নাট্যগোষ্ঠী তাদের নাটক ‘MMS এখন’ এর মধ্যে দিয়ে। পরিচালক শান্তনু চক্রবর্তীর পরিচালনায় নাটকটির সূচনাতে তিনজন কে দেখা যাবে স্টেজে- তারা হলেন মৌ,মভ আর স্যাম। পর্বতীকালে আরেক ছেলের পদার্পন হয় তার নাম রাজ। এটি হল তাদের বোহেমিয়ান জীবনের গল্প। এই চার চরিত্রের মধ্যে ভালবাসার চতুর্ভুজ তৈরী হয়। কিন্তু তারা ভালবাসার নাম করে নিজেদের স্বার্থ ও কেরিয়ার গড়তে শুরু করে। ফলে তারা সমস্যায় পড়ে ও দায়িত্ববোধ নিয়ে বেরিয়ে আসে।
এই সময়ের প্রজন্মের মধ্যে যা দেখা যায়, একটি ছেলে বা একটি মেয়ে বহু জনের সাথে সম্পর্কে লিপ্ত হয়ে পড়ছে। এই স্বার্থ, কেরিয়ার, অবিশ্বাস সবকিছুর মধ্যেও যেন ভালবাসা রয়ে গেছে। তাদের মনের মধ্যে ভালবাসা মরে যায়নি। নাটকে আলোচ্য দুটি চরিত্র মভ আর স্যাম দুজন খুব ভালো বন্ধু। স্যাম, মভ কে ভীষণ ভালবাসে কিন্তু মভ একেবারে বোহেমিয়ান ধরনের জীবনযাপন করে। একসাথে চার পাঁচটি ছেলের সাথে সম্পর্কে যুক্ত থাকে ঘুরে বেড়ায়। কিভাবে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে, বাকি চরিত্ররা কি ভাবে তাদের সাথে যুক্ত হয়ে পড়ে তা দেখানো হয়েছে এই নাটকে। সমস্ত চরিত্রের জটিলতা, সম্পর্ক তৈরী, ভাঙা, সম্পর্কের জুয়া খেলা, রিভেঞ্জ প্রভৃতি ধরা পড়ে মঞ্চে। এই নাটকে বহু কিছু বিষয়ের নতুনত্ব রয়েছে যেমন নাচ। সাধারণতঃ আমরা নাটকে যেমন নাচের ব্যবহার দেখে থাকি, এখানে তা অন্য ভাবে দেখা যাবে। অভিনয়ের আঙ্গিকের ক্ষেত্রেও দেখা যাবে নতুনত্ব। একটি পুরো গান কে প্রোমো রূপে ব্যবহার করা হয়েছে।