নাটকের মঞ্চেই জীবনের জয়গান

বাংলানাট্য মঞ্চে এক অন্যতম আবিষ্কার নাটক 'ঝরা ফুলের রূপকথা' নাইজেল আকারা, তিনি বাস্তব জীবনে অন্ধকার থেকে আলোয় এসেছেন। তাঁর নাট্যদল 'কোলাহল থিয়েটার ওয়ার্কশপ'  ঝরা ফুলের রূপকথা নাটকটি তাদের দ্বিতীয় প্রযোজনা।

  তাদের প্রথম প্রযোজনাটি ছিল ট্রান্স জেন্ডারদের নিয়ে। আর তাদের দ্বিতীয় নাটক ঝরা ফুলের রূপকথা নাটকটি যৌনকর্মীদের নিয়ে। এই সমস্ত যৌনকর্মীদের মঞ্চে নিয়ে এসে অভিনয় করানো কোন মতেই সহজ কাজ ছিল না। নির্দেশক চিরঞ্জীব গুহ আর প্রযোজক নাইজেল আকারা এই সমস্ত যৌনকর্মীদের খোঁজ করেন দিনের পর দিন। তারা কালীঘাট, সোনাগাছি ইত্যাদি যৌনপল্লীতে গিয়ে  খোঁজখবর চালিয়েছেন। কিন্তু এই সমস্ত জায়গায় তাদের পেতে হয় গঞ্জনা ও লাঞ্ছনা। অবশেষে তাদের পাশে এসে দাঁড়ায় দুর্বার গোষ্ঠী।

  ঝরা ফুলের রূপকথা নাটকে কবিগুরু রবীন্দ্র নাথ ঠাকুর অনেকটা জায়গা জুড়ে আছেন। আর এই কবিগুরুর বিভিন্ন কথা শোনা যাচ্ছে তাদের মুখে। বাস্তব জীবনে এই সমস্ত যৌনকর্মীদের মনে প্রাণে আছেন কবিগুরু, কবিগুরুর বিভিন্ন গানের সাথে তারা নিজেদের একাত্ম করতে পারেন।

এই নাটকের সেট করেছেন সুমন কবিরাজ। নাটকটির মূল গল্প আসলে একটি যুদ্ধের। সাধারণ ভাবে বেশিরভাগ মা-বাবার স্বভাব সন্তানদের জীবনের লক্ষ্যের পথে বাধা হয়ে দাঁড়িয়ে তাদের ওপর বাবা-মার ইচ্ছা চাপিয়ে দেওয়া। কিন্তু নাটকে দেখা যাবে ব্রোথেলের একটি ছেলে যাত্রা যে স্বপ্ন দেখে। তার সেই স্বপ্নে আসেন বিশ্বকবি। সেই ছেলেটি তৈরী করতে চায় রবিঠাকুরের কয়েকটি নারী চরিত্র। আর সেই  নারী চরিত্রের জন্য ছেলেটি খুঁজে পায় যৌনকর্মীদের। এই হল ঝরা ফুলের রূপকথা নাটকের সামান্য আভাস। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...