তাজমহল দর্শনের পরেই ভিজিটার্স বুকে মার্কিন প্রেসিডেন্ট লিখলেন "তাজমহল সম্ভ্রম জাগায়। এটি ভারতীয় সংস্কৃতির অমূল্য ও বহুমুখী সৌন্দর্যের এক অবিনশ্বর নমুনা। ধন্যবাদ ভারত"। যদিও ট্রাম্প তাজমহল পরিদর্শনে যাবেন কি না, তা সরকারিভাবে জানানো হয়নি তাঁর সফরসূচিতে। তবু আভাস ছিল তিনি আসবেন এবং সপরিবারে পরিদর্শন করবেন তাজ।
'The #TajMahal inspires awe; A timeless testament to the rich and diverse beauty of Indian culture!': President of the United States of America @realDonaldTrump on his visit to #Agra#NamasteyTrump #TrumpInIndia #IndiaWelcomesTrump pic.twitter.com/OPq8jjbOdE
— PIB India (@PIB_India) February 24, 2020
তাই হল। খুশি সকলেই। সাজো সাজো রব পড়ে গিয়েছিল আগ্রায় বেশ কিছুদিন আগে থেকেই। সাজানো হয়েছিল পৃথিবীর সপ্তম আশ্চর্যকে। শুধুমাত্র সাজানোই নয়, রীতিমতো রূপটান পড়েছে মুমতাজ ও শাহজাহানের সমাধিতেও। অঙ্গে পড়েছে মুলতানি মাটির প্রলেপ। তারপর তা পরিষ্কার করা হয়েছে ডিস্টিলড ওয়াটার দিয়ে। সেই বিষয় নিয়ে কিছু অভিযোগ উঠলেও তা নিয়ে মাথা ঘামানোর তেমন প্রয়োজন আছে বলে মনে হয়না। ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (এএসআই)-এর আগ্রা সার্কেলের সুপারিন্টেন্ডিং আর্কিওলজিস্ট বসন্ত স্বর্ণকার জানিয়েছেন, দুই সমাধির মাড প্যাক ট্রিটমেন্ট করতে দু'দিন সময় লেগেছে। মুলতানি মাটির প্রলেপ ছিল দুদিন, তারপর ডিস্টিল্ড ওয়াটার দিয়ে সমাধি পরিষ্কার করা হয়েছে। বিগত কয়েকদিন ধরেই এটা করা হয়েছে। শুধু সমাধিই নয়, তাজমহলের সাদা মার্বেল ও চারপাশের লাল বেলেপাথরের ত্বকে এই মাড প্যাক ট্রিটমেন্ট নিয়ম করেই করা হয়। তবে মার্কিন প্রেসিডেন্টের আগমনের জন্য সময়ের আগেই এবারে সেই ট্রিটমেন্ট করা হল।
সোমবার সাধারণ দর্শকদের জন্য দ্বিতীয় দফায় তাজমহলের গেট বন্ধ করে দিয়ে তাজমহল খালি করে দেওয়া হয়। উত্তরপ্ৰদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও রাজ্যপাল আনন্দীবেন পটেল আগ্রার বিমানবন্দরে মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানাতে গিয়েছিলেন। বিমানবন্দর থেকে ট্রাম্পের কনভয় প্রথমে পৌঁছয় ওবেরয় অমরভিলা হোটেলে। হোটেলটি তাজমহলের ইস্ট গেটের কাছে অবস্থিত। সেখান থেকেই বিকেলে সস্ত্রীক ট্রাম্প তাজমহল পরিদর্শনে আসেন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এদিন অতিথিরা তাঁদের চিরাচরিত গাড়ির পরিবর্তে পরিবেশ বান্ধব গল্ফ- কার্টে চড়ে তাজমহল দর্শনে আসেন। ট্রাম্পের গোটা টিমের জন্য এরকম ২০টি গল্ফ কার্টের আয়োজন করা হয়েছিল।
তাজমহল দেখে মুগ্ধ ট্রাম্প ও মেলানিয়া জলের পাশ হেঁটেছেন হাত ধরে। সে সময় তাঁদের সঙ্গে গাইডও ছিলেন না। ট্রাম্প-মেলানিয়ার সঙ্গে এদিন ইভাঙ্কা এবং তাঁর স্বামীও তাজ পরিদর্শনে গিয়েছিলেন। তাজমহলের ভেতরের কারুকার্য দেখে মেলানিয়া জানতে চেয়েছেন এসব রঙ করা কি না। বিখ্যাত 'ডায়না সিট'-এ ইভাঙ্কা তাঁর স্বামীর সঙ্গে ছবি তুলেছেন। মার্কিন সদস্যদের নিজের মোবাইল ধরিয়ে দিয়েছেন ছবি তোলার জন্য। শেষবেলায় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ছবি তোলার হিড়িক পড়ে গিয়েছিল পুলিশ থেকে তাজের কর্মীদের মধ্যে। হাসি মুখেই সব অনুরোধ সামলেছেন তিনি। বিদায় নেবার আগে তিনি গাইডকে বলে যান, এর পর থেকে আমেরিকার পর্যটকদের ঢল নামবে তাজ দেখার জন্য।
LIVE: U.S. President Donald Trump's visit to #TajMahal in Agra#TrumpInIndia #TrumpIndiaVisit #NamasteTrump
— PIB India (@PIB_India) February 24, 2020
YouTube: https://t.co/wAZKNKyisf
Facebook: https://t.co/imJr864fiThttps://t.co/hXNfxgaGw2
এর আগে ট্রাম্প এদিন গান্ধীজির সবরমতি আশ্রমে যান, সেখানে চরকায় সুতো কাটেন। তবে সবরমতি আশ্রমে গান্ধীজির বিষয়ে কিছু উলেখ না করে শুধুমাত্র নরেন্দ্র মোদীর বন্ধুত্বের প্রশংসা করে 'খুব সুন্দর দর্শন' লিখেই ক্ষান্ত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এরপর মোতেরা স্টেডিয়ামের উদ্বোধন করেন, 'নমস্তে ট্রাম্প'-এ ভাষণ দেন ট্রাম্প। তারপর আগ্রার উদ্দেশ্যে রওনা দেন।