যাদবপুর প্রেসিডেন্সি থিয়েটার এসোসিয়েশন, 'ডেভিড ক্যাম্পটন্স'-এর রচনা 'দ্য কেজবার্ডস' অবলম্বনে নাটক 'দ্য সুইটিস' মঞ্চস্থ করল পদাতিক থিয়েটার-এ। সমকালীন রাজনীতি এবং সমাজে তার প্রভাব- এই নিয়েই এগিয়েছে নাটকের ভাবনা এবং বক্তব্য। আমরা সাধারণ মানুষেরা কিভাবে রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তার পাশাপাশি ব্যবসায়িক মহল-এর পুতুলে পরিণত হয়ে যাচ্ছি নিজেদের অজান্তে, তাই চোখে আঙ্গুল দিয়ে দেখানোর চেষ্টা করেছেন পরিচালক, তার থেকে বেরোনো খুবই প্রয়োজন হয়ে পড়েছে এখনকার তরুণ সমাজের-সেটাই তুলে ধরতে চেয়েছেন পরিচালক তাঁর নির্দেশনার মাধ্যমে। তরুণ তথা নবীন পরিচালক হিসেবে ঋতব্রত মুখোপাধ্যায় যথেষ্ট মুন্সিয়ানার পরিচয় দেখিয়েছেন এই নাটকের মধ্যে দিয়ে। এছাড়াও আধুনিক প্রজন্মের কলাকুশলীরা উজাড় করে দিয়েছেন নিজেদের অভিনয়ের মাধ্যমে। অভিনয়ে ছিলেন অয়ন গাঙ্গুলি, হিন্দোল নন্দী, মুশফিক খান, পুরঞ্জনী ঘোষ, পুষণ দাশগুপ্ত, ঋতজা বড়াই, শায়েরি ভট্টাচার্য্য, উপমন্যু ঘোষ। আলো করেছেন কল্যাণ ঘোষ, সঙ্গীত এবং কারিগরী সাহায্যে ছিলেন শিঞ্জিনী সরকার ও সুচিস্মিতা চ্যাটার্জী।