# EXCLUSIVE: সাড়া ফেলল 'কৃশানু কৃশানু'র টিজার

 

ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ উদযাপনের দিনই সামনে এল 'কৃশানু কৃশানু' ওয়েব সিরিজের প্রথম টিজার। শুরুর দিনেই বাজিমাত করেছে এই টিজার। সিরিজের ক্রিয়েটিভ প্রোডিউসার জানিয়েছেন- "ইতিমধ্যেই সিনেমা এবং ক্রীড়াপ্রেমী মানুষের মনে সাড়া ফেলেছে এই টিজার। সোশ্যাল মিডিয়াতে ১৩৪ টি শেয়ার এবং ৫ হাজারেরও বেশি ভিউজ হয়ে গিয়েছে এটা আমাদের কাছে এক বড় পাওয়া। মানুষের কাছে সিরিজটিও জনপ্রিয়তা পাবে বলে আমরা গোটা টিম আশাবাদী।"

সৌভিক আরও জানান- "অনেক কষ্ট করে সেই সময়কার ফুটবলের ইতিহাস জোগাড় করেছি আমরা। দূরদর্শন কিংবা আকাশবাণীতে কোনও আর্কাইভ নেই সেই দিনগুলোর। অবাক হয়েছি খুব।"

সিরিজটিকে নিছকই কৃশানু দে'র বায়োপিক বলছেন না পরিচালক কোরক মুর্মু থেকে শুরু করে সৌভিক দাশগুপ্ত কেউই। তখনকার দিনের ফুটবল ম্যানিয়া এবং ঘটি-বাঙালের ইস্টবেঙ্গল-মোহনবাগান লড়াইয়ের মুহূর্ত তুলে ধরা হবে সিরিজে। থাকবে দলবদলের অনেক অজানা ইতিহাস। আর থাকবে মাঠের রাজনীতি। এই সব কিছু নিয়েই এই সিরিজ। ভারতীয় ফুটবলের মারাদোনা বলা হয় কৃশানু দে'কে। এহেন কোনও আখ্যা এই ফুটবলারের পরে আর কেউ পাননি। আর তাকে কেন্দ্রে রেখেই তৈরি হচ্ছে 'কৃশানু কৃশানু'।

কৃশানু দে'র চরিত্রে দেখা যাবে মধ্যপ্রদেশের অনুরাগ উরহামকে। এ ছাড়াও বিভিন্ন চরিত্রে থাকছেন দেবতনু,  সাগ্নিক চৌধুরী,  ইলিনা কাজান,  বাদশা মৈত্র সহ আরও অনেকে। সিনেমাটোগ্রাফারের দায়িত্বটি সামলেছেন মৃণ্ময় মণ্ডল।

সিরিজের ভাবনা ও রূপায়ণ 'টিভিওয়ালা মিডিয়ার' প্রযোজনায় জ্যোতি প্রোডাকশন্স।

আটটি এপিসোডে দেখানো হবে সিরিজটি। ২৯ অগাস্ট দর্শক দরবারে হাজির হবে 'কৃশানু কৃশানু'

এটা শেয়ার করতে পারো

...

Loading...