নিউ টাউনে শুরু হতে চলেছে রাজ্যের প্রথম এসি ইলেকট্রিক বাস

কলকাতার চেনা রং-রূপ থেকে একটু আলাদাভবে তৈরী হয়েছে কলকাতার পার্শ্ববর্তী বা বলা ভালো সম্প্রসারিত কলকাতার ঠিকানা নিউ টাউন| আন্তর্জাতিক চেহারায় তৈরী নিউ টাউন এখন কলকাতার গর্ব| বিভিন্ন রকম পরিকল্পনা গ্রহণ করে হিডকো নিউ টাউন-কে সাজিয়েছে এবং নিউ টাউন-কে গ্রিন সিটির তকমা পরাতে সক্ষম হয়েছে| রাস্তায় লেড লাইট লাগানোর পাশাপাশি যানবাহন-এর ক্ষেত্রেও ইকো ফ্রেন্ডলি ব্যবস্থা গ্রহণ করতে তত্পর রাজ্য সরকার| এই উদ্দেশ্যে নিউ টাউন-এ খুব শীঘ্রই চালু হতে চলেছে বাংলার প্রথম এসি ইলেকট্রিক বাস| এই এলাকার যেখানে যেখানে বাস ব্যবস্থা নেই, সেখানে সেখানে চলবে এই বাস| মোট তিনটি বাস চালানো হবে একটি নির্দিষ্ট রুটে| দুটি বাস চালানো হবে একশ্যান এরিয়া ১ এবং একটি বাস চলবে একশ্যান এরিয়া ২ এলাকায়| বাসগুলি ইউনিটেক, সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি এবং কারিগরী ভবন কভার করবে| মোটামুটি ৪০-৫০ কি.মি. স্পিড-এ বাসগুলি চলবে| ভাড়া হবে ১০ টাকা| এই বাসে কোনো কন্ডাকটর থাকবেনা, ড্রাইভার-ই ভাড়া সংগ্রহ করবে এবং টিকিট-এর জন্য একটি মেশিন থাকবে| এই উদ্দেশ্যে ড্রাইভারদের বিশেষ ট্রেনিং-এর ব্যবস্থা করা হয়েছে| ব্যাটারি তে বাসগুলি চলবে এবং তা চার্জেবল ব্যাটারির মাধ্যমে অপারেট হবে, এই উদ্দেশ্যে ব্যাটারি চার্জিং স্টেশন তৈরী হচ্ছে| ৩২ সিট সহযোগে বাসটি তৈরী করছে ইচার(Eicher), এবং কর্নাটক-এর কোম্পানি(KPIT) পুরো ইলেকট্রিক সিস্টেমটার দায়িত্বে আছে| আশা করা হচ্ছে, মে মাসের মাঝামাঝি বাস পরিষেবা চালু হয়ে যাবে|

   কাজেই নিউটাউনের মুকুটে আর একটি পালক জুড়তে চলেছে| প্রসঙ্গতঃ ওই এলাকায় বড় রুটের বাস ছাড়া তেমন বাস পরিষেবা নেই বললেই চলে| হাওড়া, কুঁদঘাট, গড়িয়া, পর্ণশ্রী, এক্সাইড, এয়ারপোর্ট, দক্ষিনেশ্বর প্রভৃতি রুটের বিভিন্ন বাস চললেও স্থানীয় এলাকার বাস তেমন একটা পাওয়া যায় না| এই বাস পরিষেবা শুরু হলে সেই চাহিদা মিটবে|  

এটা শেয়ার করতে পারো

...

Loading...