১০০ দিনের কাজে এবছরও রাজ্য সরকার প্রথম স্থান অর্জন করল

কন্যাশ্রী প্রকল্পে অতুলনীয় সাফল্যের পর এবার ১০০ দিনের কাজেও সাফল্য অর্জন করল রাজ্য সরকার| ১০০ দিনের কাজে গত বেশ কয়েক বছরেই রাজ্য সরকার প্রথম স্থানে রয়েছে| আগে যেখানে গড়ে কাজ ৩২-৩৩ দিনের মধ্যেই ঘোরাফেরা করত, সেখানে এবছর তা বেড়ে হয়েছে ৫৯ দিন| ২০১৭-১৮ আর্থিক বর্ষে ১০০ দিনের কাজে পশ্চিমবঙ্গে প্রায় ৩১ কোটি শ্রমদিবস তৈরী হল| যা রাজ্যের ক্ষেত্রে সর্বকালীন রেকর্ড| এর আগে কোনো বছরেই এত সংখ্যক শ্রমদিবস বা কর্মদিবস তৈরী হয়নি| তাই ১০০ দিনের কাজে ফের প্রথম স্থান অর্জন করল পশ্চিমবঙ্গ| রাজ্যের প্রায় ৫২ লক্ষ পরিবার ১০০ দিনের কাজে যুক্ত রয়েছে| ১০০ দিনের কাজে আগে শুধু পুকুর কাটা বা রাস্তা তৈরী করা হত| কিন্তু এখন ফলের চাষ থেকে নতুন ধরনের নানা কাজের বৈচিত্র নিয়ে আসা হয়েছে| তাতে বহু মানুষকে এই প্রকল্পের আওতায় আনা গেছে| ফলে গ্রামীন মানুষের আয়ও বেড়েছে| এখন ১০০ দিনের কাজে যুক্ত লক্ষ লক্ষ মানুষের পরিবারের ব্যাঙ্ক আকাউন্ট-এ সরাসরি টাকা চলে যাচ্ছে| মুখ্যমন্ত্রী চান, যে কাজে সম্পদ তৈরী হয়, সেই সব কাজকেই অগ্রাধিকার দেওয়া হোক|

পঞ্চায়েত দফতর সুত্রে জানা গেছে, ২০১৭-১৮ আর্থিক বছরে শ্রমদিবসের বাজেট ছিল ২৩ কোটি| কিন্তু ডিসেম্বর মাসেই তা ছাপিয়ে যায়| তখন লক্ষ্যমাত্রা দেওয়া হয় ২৬ কোটি| তাকেও ছাপিয়ে গিয়ে তা দাঁড়িয়েছে ৩০ কোটি ৯৮ লক্ষ, অর্থাত প্রায় ৩১ কোটি| ২০১৮-১৯ আর্থিক বছরে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে ২৫ কোটি| তাকেও ছাপিয়ে যেতে হবে বলে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে| শুধু শ্রমদিবস বৃদ্ধিই নয়, কাজের ক্ষেত্রে বৈচিত্রও কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রশংসা পেয়েছে রাজ্য|

এটা শেয়ার করতে পারো

...

Loading...