সাংবাদিক যখন ডিটেকটিভ হয়ে যায় কেমন হয় ব্যাপারটা বলুন তো? আজ অবধি শুনেছেন এরকম কোনও ঘটনার কথা? তবে, এবার দেখে নেওয়ার পালা। এই স্বাধীনতা দিবসেই আসছে প্রতীম ডি গুপ্ত পরিচালিত ছবি ‘শান্তিলাল ও প্রজাপতি রহস্য’। ছবিটির পরিকল্পনা চলাকালীন এর নাম রাখার কথা ছিল ‘ইঙ্ক’। দর্শক এই নামের ছবিকে ইংরেজি ছবি ভাবতে পারে বলে নাম বদলে রাখা হয় ‘শান্তিলাল ও প্রজাপতি রহস্য’।
ছবিতে এক আবহাওয়া সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে। তার নাম শান্তিলাল ভট্টাচার্য। এই শান্তিলালের জীবনের নানা ওঠাপড়াই গল্পের মূল বিষয়। তার সঙ্গে কী ভাবে গ্ল্যামারাস অভিনেত্রীর জীবন মিলেমিশে এক হয়ে যায় সেটাই ছবির অন্যতম চমক।
সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। সেখানে শান্তিলালের জীবনের নানা চালচিত্রই দেখানো হয়েছে।
সংবাদপত্রের সম্পাদকের ভূমিকায় থাকছেন পরিচালক গৌতম ঘোষ। বেশ অনেকদিন পর পর্দায় ফিরছেন তিনি। গ্ল্যামারাস অভিনেত্রীর ভূমিকায় ধরা দেবেন পাওলি দাম। এটি মূলত একটি থ্রিলার ছবি। কলকাতা, চেন্নাই এবং সিঙ্গাপুরে হয়েছে ছবির শুটিং।
প্রসঙ্গত, পাওলির সঙ্গে ঋত্বিকের এটি চতুর্থ ছবি। ছবিতে এক রাজনীতিবিদের ভূমিকায় দেখা যাবে সৃজিত মুখোপাধ্যায়কে।
ছবির কাহিনি ও চিত্রনাট্য পরিচালকেরই লেখা।
পরিচালক জানান- “ঋত্বিক এবং পাওলির সঙ্গে এটা আমার চতুর্থ ছবি। ওঁরা দক্ষ অভিনেতা। দর্শক এবার আরও একজন গোয়েন্দাকে পেতে চলেছেন। আশা করি তাঁরা সেই গোয়েন্দাকে সাদর অভ্যর্থনা জানাবেন। ”
চিত্রাঙ্গদা চক্রবর্তী, অম্বরীশ ভট্টাচার্য, অলকানন্দা রায় রয়েছেন বিভিন্ন চরিত্রে। সিনেমাটোগ্রাফার শুভঙ্কর ভড়, সম্পাদনায় শুভজিত সিংহ।
সব মিলিয়ে তিনটি গান রয়েছে ছবিতে। সঙ্গীত পরিচালক অর্ক। তাঁর গলাতে রয়েছে ছবির টাইটেল ট্র্যাক।
সঞ্জয় আগারওয়ালের প্রযোজনায় স্বাধীনতা দিবসেই আসছে এই ছবি।