তিন দশকের বেশি সময় ধরে পোশাকের দুনিয়ায় বিশ্বস্ত নাম 'দি শাহেনশা'

কলকাতায় রকমারী শাড়ি ও পাঞ্জাবীর হাট 'দি শাহেনশা'। তিন দশকের বেশি সময় ধরে পোশাকের দুনিয়ায় পাঞ্জাবির বিশ্বস্ত নাম। সাধ্যের মধ্যে উৎসবের পোশাকের অন্যতম পীঠস্থান এটি। পাঞ্জাবীর জন্য বিখ্যাত হলেও শাড়ির কালেকশনও নজর কাড়ার মতো। সঙ্গে আছে অ্যাকসেসারিজ।

প্রতিষ্ঠানের অন্যতম কর্ণধার নূপুর সাহা জানিয়েছেন, তিন দশক পেরিয়ে আসা এই প্রতিষ্ঠান সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন শাখা ইউনিট শুরুর মাধ্যমে নিজের সাম্রাজ্য বিস্তার করেছে। ক্রেতাদের সুবিধার্থে নানা জায়গায় ছড়িয়ে পড়েছেন তাঁরা। পুরুষদের পোশাকের কালেকশনে এই প্রতিষ্ঠানের নাম জনপ্রিয় হলে বর্তমানে যুগল পোশাক অর্থাৎ 'কাপল সেট' কালেকশন নিয়ে এসেছে।

ইন্দো ওয়েস্টর্ন পোশাক, শেরওয়ানি, কুর্তা পাজামা ঐতিহ্যবাহী বাঙালি পোশাক পাওয়া যায়। রেডিমেড আর সাধারণ ধুতি দুই পাওয়া যায়। পোশাকে আরাম বাড়তি গুরুত্ব পায় নির্মাণে। ক্রেতাদের ভালবাসায় দি শাহেশাহ হয়ে উঠেছে 'দ্য বেস্ট'। বিয়ের পোশাক তো বটেই সারা বছর ধরেই পোশাকের কালেকশন সেজে উঠেছে নানা বৈচিত্রে। বিয়ের পোশাকে প্যাস্টেল শেড এখন ট্রেন্ডে। মানুষের পছন্দই গুরুত্ব পায়। বাজেট ফ্রেন্ডলি দামে এক ছাদের তলাতেই পেয়ে যাবেন টপ টু বটম সাজের উপকরণ। মেয়েদের ট্রাডিশনাল বেনারসী, কাতান সিল্ক, পশমীনা, লেহেঙ্গা, পার্টিওয়ার শাড়ির কালেকশন আছে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...