স্বপ্ন বুকে হিমালয়ে পাড়ি একদল বাঙালি। জানাগিয়েছে, রাজ্যের সাত বাঙালির একটি দল এভারেস্ট , কাঞ্চনজঙ্গা থেকে মাকালু , চো -ইউ'র উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছে। সব কিছু ঠিক থাকলে নির্বাচনের ফল প্রকাশের আগেই আস্তে পারে সুখবর এমটাই মনে করা হচ্ছে। ফের বিশ্বের শ্রেষ্ট শৃঙ্গ সহ একাধিক শৃঙ্গে পা রাখবে রাজ্যের সাত জন বাঙালি। জানাগিয়েছে, হুগলি জেলার চন্দননগরের বাসিন্দা 'পিয়ালী বসাক' চলতি বছরেই বিশ্বের সর্বচ্চো শৃঙ্গ জয়ের লক্ষ্যে রওয়না হবেন। সব কিছু ঠিক থাকলে সামনের মে মাসের তৃতীয় সপ্তাহে মধ্যে সুখবর পাওয়া যাবে বলে জানা যায়। তবে অন্যদিকে, এবছর কাঞ্চনজঙ্গা জয়ের লক্ষ্যে রওনা দিচ্ছেন চার বাঙালি। তাঁরা হলেন বিল্পব বৈদ্য, রুদ্র প্রসাদ হালদার, শেখ সাহাবুদ্দিন এবং কুন্তল কাঁড়ার। এই বিষয়ে পর্বতারহি বিপ্লব বৈদ্য জানিয়েছেন, আর্থিক সমস্যা থাকলেও পাহাড় জয়ের মত নেশার টানে তারা আবার রওয়না দিয়েছেন। কারণ পাহাড় জয় করতে গেলে প্রচুর টাকার প্রয়োজন। তার উপরে কাঞ্চনজঙ্গা অভিযানে তো খরচ অনেকটা বেশি। ইতিমধ্যেই এই অভিযানের টাকার মধ্যে থেকে কিছু টাকা এজেন্সি কে দিতে হয়েছে। তাই আর পেছনে ফেরার কোন উপায় নেই। তাই যে ভাবেই হোক না কেন অভিযানের জন্য টাকা জোগাড় করে যেতে হবে। ঠিক একই ধরনের কথা জানা যায় পর্বতারোহী দীপঙ্কর ঘোষ। তিনি এই বিষয়ে জানিয়েছেন ২০১৩ সালে মাকালু পর্বত জয় করতে গিয়ে ১৬৩ মিটার আগের থেকে তাঁকে ফিরে আসতে হয়েছিল পর্যাপ্ত দড়ির অভাবের জন্য। তাই তিনি এবার আবার সেই অভিযানে যাচ্ছেন।
পর্বতারোহী দেবাশিস বিশ্বাস এই প্রসঙ্গে জানিয়েছেন, তিনি ইতিমধ্যে এভারেস্ট, মাকালু, মানাসলু, কাঞ্চনজঙ্গা, অন্নপূর্ণা, ধবলগিরি ও লোৎসে শৃঙ্গ জয় করে ফেলেছেন।এবারে তার লক্ষ্য চো-ইউ এর উদ্দেশ্যে পাড়ি দেওয়া। তবে ২০১৫ সালে তিনি এই অভিযানের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। তবে সেই বার নেপালে ভূমিকম্প হয় অভিযান বন্ড করে ফায়ার আস্তে হয়। তাই এবার সেই অধরা স্বপ্নকে জয় করার উদ্দেশ্যে নতুন করে আবার অভিযানে যাচ্ছেন তিনি এমটাই জানাগিয়েছে।